নোংড়া আবর্জনায় ভর্তি , হেলদোল নেই প্রশাসনের
বর্ধমান ৩৩নম্বর ওয়ার্ড রাধানগর পারা,সারখানা গলি এলাকায় রাস্তার উপরেই নোংরা আবর্জনা পরে থাকে ।দুরগন্ধ ছরায় গোটা এলাকার ।দীর্ঘদিন ধরে ওই এলাকায় এরকম নোংরা আবর্জন পরে থাকে বলে অভিযোগ স্থানীয়দের। পরিষ্কার করতে এসেও পুরোটা করা হয় না বলে এলাকায় স্থানীয় ব্যাবসাদারদের অভিযোগ ।
পৌরসভা প্রতিদিন এসে এই ময়লা আবর্জনা তুলে নিয়ে গেলেও অবশিষ্ট অংশ কিছু পরে থাকছে বলেও অভিযোগ।তাদের আরও অভিযোগ রাস্তা থেকে হাটার মতো অবস্থাও থাকে না এমন অবস্থা হয়ে থাকে ।তারা আরও বলেন ভোটের সময় ভোট চাইতে আসেন হাত জোরকরে, ভোট হয়ে গেলেও কনো পরিবর্তন নেই।তারা আরও বলেন পিছিয়ে পরা এলাকা বলে আমাদের কোনো গুরুত্ব দেয়না এখানকার নেতারা বলে অভিযোগ।
তারা এও বলেন বেশ কিছু জায়গায় ভ্যাট তুলে দিয়ে মনীষীদের মূর্তি বসানো হয়েছে, আমরা চাই এখানে ময়লা পরিষ্কার করে এখানে মূর্তি বসুক।তারা বলেন আমরাও মানুষ। আমাদের দিকে কারো নজর নেই মিটিং-মিছিল করতেই ব্যস্ত এখানকার নেতারা কিন্তু এলাকায় নোংরা আবর্জনা পড়ে রয়েছে নজর নেই কারণ