পূর্ব বর্ধমানে জাতীয় ভোটার দিবস পালন
পূর্ব বর্ধমান:- সারা দেশের পাশাপাশি আজ 25 শে জানুয়ারি বর্ধমান জেলাতে পালিত হল জাতীয় ভোটার দিবস। আজ এই জাতীয় ভোটার দিবসের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বর্ধমান উন্নয়ন সংস্থার সভাকক্ষে। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা, মহাকুমার মহকুমা শাসক সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। আজ এই জাতীয় ভোটার দিবসের মঞ্চে নতুন ভোটারদের ভোটার কার্ড ও গোলাপফুল তুলে দেন, ভোটার দিবসের শপথ বাক্য পাঠ করেন।
আজকের এই অনুষ্ঠানে মূক-বধির ভোটারদের জন্য সাংকেতিক ভাষার মাধ্যমেও মুখ বধির ভোটারদের শপথ বাক্য পাঠ করানো হয়। পাশাপাশি আজকের এই অনুষ্ঠানে নতুন ভোটারদের হাতে তুলে দেওয়া হয় ভোটার কার্ড। পাশাপাশি আজ এই মঞ্চ থেকেই একজন নতুন ভোটার ডিজিটাল ভোটার কার্ডের অ্যাপ্লিকেশন করে ভোটার কার্ড হাতে পেলেন।