X K L O লিং ম্যান মহিলা নারী সমন্বয় কেন্দ্র সরকারকে করা ভাষায় হুঁশিয়ারি দিলেন
কেন্দ্র সরকারকে করা ভাষায় হুঁশিয়ারি দিলেন এক্স কে এ লো লিং ম্যান মহিলা নারী সমন্বয় কমিটির সভাপতি জোস্না রায়
দ্রুত শান্তি আলোচনা করার দাবি X K L O লিং ম্যান মহিলা নারী সমন্বয় কমিটির পক্ষ থেকেশনিবার জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের সুপারমার্কেট এলাকায় একটি মিটিং এর মধ্য দিয়ে কেন্দ্র সরকারকে করা ভাষায় হুঁশিয়ারি দিলেন এক্স কে এ লো লিং ম্যান মহিলা নারী সমন্বয় কমিটির সভাপতি জোস্না রায়।জানা গেছে ছয় মাস এর বেশি জঙ্গল থেকে বেরিয়ে কেন্দ্র সরকারের সঙ্গে শান্তি আলোচনার জন্য গিয়েছেন জীবনসিং কিন্তু ছয় মাস অতিক্রম হয়ে গেলেও এখনো অব্দি হয়নি কেন্দ্রশাসিত অঞ্চল বা আলাদা রাজ্য, কেনো হচ্ছে না প্রশ্নই রয়ে গেল জনগণের কাছে।
এই বিষয়ে জস্না রায় বলেন, উত্তরবঙ্গের কামতাপুর বাসী দীর্ঘদিন থেকে শোষিত লাঞ্ছিত এবং বঞ্চিত , দীর্ঘদিন থেকে আলাদা রাজ্যের দাবি জানিয়ে এসেছেন কামতাপুর জনজাতির মানুষ। এরপরও আলাদা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে না।যদি কেন্দ্র সরকার আলাদা রাজ্য দিতে না পারে তাহলে আমাদেরকে বলে দিক কিন্তু এরকম করে আমাদের নিয়ে ছিনিমিনি খেললে আমরা আগামী দিনেই বুঝিয়ে দিব কেন্দ্র
সরকারকেই আন্দোলনের মধ্য দিয়ে আমাদেরকে প্রতারণা করার দায়ী থাকবেন কেন্দ্র সরকার। এখন আমরা আন্দোলন করতে প্রস্তুত রয়েছি, আগামী দিনে আমরা একটি মিছিল বের করব এরপরেই উত্তরবঙ্গ বন্ধ করে দেব। এরপরে যদি আলাদা রাজ্য না হয় তাহলে আমাদের আন্দোলন জারি থাকবেই আমরা আন্দোলন চালিয়ে যাব।