বিরসা মুণ্ডাকে সাক্ষী রেখে আর একবার উলগুলানের দরকার আছে বললেন শুভেন্দু অধিকারী

'জঙ্গল মহল সহ রাজ্যের বেকারদের চাকরীর জন্য ভগবান বিরসা মুণ্ডাকে সাক্ষী রেখে আর একবার উলগুলানের দরকার আছে'

‘জঙ্গল মহল সহ রাজ্যের বেকারদের চাকরীর জন্য ভগবান বিরসা মুণ্ডাকে সাক্ষী রেখে আর একবার উলগুলানের দরকার আছে’। মঙ্গলবার বাঁকুড়ার রাইপুর ট্যাক্সি স্ট্যাণ্ডে দলীয় এক সভায় বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি তাঁর বক্তব্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাকে স্বভাবসিদ্ধভঙ্গিতে আক্রমণ করেন। তিনি বলেন, নন্দীগ্রামে আমি কম্পাটম্যান্টাল করে দিয়েছি। তাতে ভীষণ জ্বালা।

মুখ্যমন্ত্রীর জঙ্গল মহল সফর প্রসঙ্গে বলতে গিয়ে শুভেন্দু বলেন, একটু আগে ‘বেলপাহাড়িতে পাংচার হয়ে গেছে। পিসিমনিকে পাংচার করে দিয়েছে জঙ্গল মহল’। এখন এখানকার মানুষ যদি প্রশ্ন করেন রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী মুর্ম্মুকে ভোট না দিয়ে কেন যশবন্ত সিনহাকে ভোট দিয়েছিলেন? কি উত্তর দেবেন বলেও সরাসরি মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেন তিনি।

মাওবাদী, যৌথ বাহিনী আর সিপিআইএমের বিরুদ্ধে জঙ্গল মহলে লড়াই করেছিলাম। যার সুফল ‘১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন। এদিন দাবি করেন শুভেন্দু। এবং ঐ পরিস্থিতিতে লালগড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার আয়োজন তিনি করেছিলেন বলে দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *