ভোট পরবর্তী হিংসার শিকার পরাজিত তৃনমূল প্রার্থী

বিজয়ী মিছিলের নাম করে বাড়িতে ঢুকে অতর্কিতভাবে হামলা চালানোর অভিযোগ জয়ী বাম কংগ্রেস জোটের বিরুদ্ধে।

অভিযোগ দায়ের থানায়।বিজয়ী মিছিলের নাম করে বাড়িতে ঢুকে অতর্কিতভাবে হামলা চালানোর অভিযোগ জয়ী বাম কংগ্রেস জোটের বিরুদ্ধে।যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন ও মিথ্যা বলে দাবি করেছেন বাম কংগ্রেস জোট।জানা গেছে আজ বিকেল তিনটা নাগাদ হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের হুসেনপুর ১৬ নং বুথের বিজয়ী জোট প্রার্থী মানোয়ার আলম ও হেলি খাতুন পরাজিত তৃনমূল প্রার্থী আরাধনা সরকার এর বাড়ির পাশ দিয়ে বিজয়ী মিছিল নিয়ে যাওয়ার সময় প্রায় পাঁচ শতাধিক মানুষ আরাধনা সরকার এর বাড়িতে ঢুকে ব্যাপকহারে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ।

একাধিক চেয়ার,টেবিল,বেঞ্চ ও ফ্রিজ ভেঙে দেওয়া হয়।এমনকি প্রার্থী আরাধনা সরকার ও তার স্বামী অলোক পদ্দার সহ পরিবারের সাতজনকে ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে মারধর করা হয় বলে অভিযোগ।আহত আলোক পদ্দার সহ পরিবারের সাতজনের চিকিৎসা হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চলছে।অপরদিকে জয়ী জোট প্রার্থীরা তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ একেবারে ভিত্তিহীন বলে দাবি করেছেন।জয়ী জোট প্রার্থী‌ ও সমর্থকরা জানান,আলোক পদ্দার এর বাড়ির পাশ দিয়ে বিজয়ী মিছিল গেলেও তার বাড়িতে কেউ ঢুকে হামলা চালায়নি।

অলোক পদ্দার নিজেই ভাঙচুর চালিয়ে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছেন।অলোক পদ্দার নিজের হার মেনে নিতে পারছেন না বলেই এই ধরনের মিথ্যা অভিযোগ তুলে সাধারণ মানুষকে ফাঁসানোর চেষ্টা করছেন।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশবাহিনী ও কেন্দ্রীয় বাহিনী।অলোক পদ্দারের উঠোনে পড়ে থাকা ধারালো অস্ত্র ও পিস্তল উদ্ধার করে নিয়ে যায়।অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *