শেষ আটে যেতে গেলে কি রয়েছে সমীকরণ মোহনবাগানের
হেড টু হেড রাজস্থান অনেকটাই এগিয়ে।জয়পুরে প্রথম ম্যাচে মোহনবাগান হেরেছিল রাজস্থানের কাছে।
ডুরান্ড কাপের গ্রুপ ডি জমে গেছে ।গ্রুপ অফ ডেথ সিচুয়েশন ।রাজস্থান ইউনাইটেড বনাম ইন্ডিয়ান নেভি শেষ ম্যাচ নির্ধারক হবে ,ঠিক হবে কারা পৌঁছাচ্ছে শেষ আটে।মুম্বাই সিটি এফসির সঙ্গে এ টিকে মোহনবাগানের পয়েন্ট সাত ।গ্রুপের শেষ দুই ম্যাচে ইস্টবেঙ্গল এবং রাজস্থান ইউনাইটেড খেলবে মুম্বাই সিটি এফসি ও ইন্ডিয়ান নেভির সাথে ।মুম্বাইয়ের সিটিএফসির সাথে ইস্টবেঙ্গল এর ম্যাচ নিয়ম রক্ষার। কারণ ইতি মধ্যেই ইস্টবেঙ্গল গ্রুপ পর্ব থেকে ছিটকে গেছে ।
অন্যদিকে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে মুম্বাই সিটি এফসি ।পাখির চোখ থাকছে রাজস্থান বনাম ইন্ডিয়া নেভির ম্যাচে। মোহনবাগানকে শেষ আটে যেতে হলে দুটো রাস্তা খোলা আছে।
প্রথম, রাজস্থান ইউনাইটেড কে কোনোভাবেই শেষ ম্যাচ জিতলে হবে না। রাজস্থান ইউনাইটেড ইন্ডিয়ান নেভি কে হারালে কোন সমীকরণে আর কাজে আসবে না ।কারণ হেড টু হেড রাজস্থান অনেকটাই এগিয়ে।জয়পুরে প্রথম ম্যাচে মোহনবাগান হেরেছিল রাজস্থানের কাছে।
দ্বিতীয় ,রাজস্থান ইউনাইটেড ইন্ডিয়ান নেভির সাথে ৩ পয়েন্ট অর্জন করতে না পারলে কোন অংক ছাড়াই সবুজ মেরুন পৌঁছে যাবে কোয়ার্টার ফাইনালে ।সেক্ষেত্রে রাজস্থানের পয়েন্ট দাঁড়াবে ৫ মোহনবাগানে পয়েন্ট ইতিমধ্যে সাত।