অনূর্ধ্ব ১৪ গার্লস ও বয়েজ কাবাডি খেলা অনুষ্ঠিত হলো
অনূর্ধ্ব ১৪(গার্লস ও বয়েজ) কাবাডি খেলা জোনাল পর্যায়ের অনুষ্ঠিত হলো ধুপগুড়িতে।
অনূর্ধ্ব ১৪(গার্লস ও বয়েজ) কাবাডি খেলা জোনাল পর্যায়ের অনুষ্ঠিত হলো ধুপগুড়িতে। সোমবার ধুপগুড়ি পাইকার পাড়া এলাকায় এই খেলা অনুষ্ঠিত হয়।ধুপগুড়ি ব্লকের ছয়টি স্কুলের ছাত্রছাত্রীরা এই খেলায় অংশগ্রহণ করে। মেয়েদের চারটি দল এবং ছেলেদের ছয়টি দল এই খেলায় প্রতিদ্বন্দ্বিতায় নামে।
উক্ত খেলায় মেয়েদের চারটি দলের মধ্যে ফাইনালে ওঠে গধেয়ারকুটি হাই স্কুল এবং কালীঘাট দেওয়ান চন্দ্র হাই স্কুলের খেলোয়াড়রা। মেয়েদের মধ্যে চ্যাম্পিয়ন দল হিসেবে জয় লাভ করে? কালীরহাট দেওয়ান চন্দ্র হাই স্কুলের খেলোয়াড়রা। এবং ছেলেদের বিভাগে চাম্পিয়ান হয় গধেয়ারখুটি উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়রা।
জানা গেছে এই দুই চ্যাম্পিয়ন দল জেলা স্তরে খেলার জন্য ছাড়পত্র পেয়েছে। এদিন মাঠে খেলা নিয়ে যথেষ্টই উৎসাহ দেখা যায় ক্রীয়া-প্রেমীদের মধ্যে । খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাউকিমারী উচ্চতর বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সুপ্রিয় গুহ সহ অন্যান্য স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ।