বিশ্বরেকর্ড গড়ল ভারত

এক ডজন রেকর্ড ভারত এর বাংলাদেশের বিরুদ্ধে

INTERNET : কানপুর টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে রোহিত শর্মারা ৩৪.৪ ওভারে ৯ উইকেটে ২৮৫ রান তুলেছেন।টেস্ট ক্রিকেটের একাধিক রেকর্ড ভেঙে দিয়েছে ভারতীয় দল।এক ডজন রেকর্ডর মধ্যে বিশ্বরেকর্ড ন’টি।

*ওপেনিং জুটি  রোহিত এবং যশস্বী জয়সওয়াল ৩ ওভারে তুলেছে ৫১ রান। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে 2024 এ ইংল্যান্ড ৪.২ ওভারে ৫০ রান করেছিল।

*১০.১ ওভারে ভারত তুলেছে ১ উইকেটে ১০৩ রান। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ১২.২ ওভারে ১০০ রান করেছিল ভারতীয় দল ২০২৩ সালে। নিজেদের বিশ্বরেকর্ডই ভেঙেছেন রোহিতেরা।

*১৮.২ ওভার ১৫০ রানের গণ্ডি পার।তুলেছে ৩ উইকেটে ১৫৫ রান। ১৫০ রান এর বিশ্বরেকর্ড গড়ল ভারতীয় দল।আগের নজিরটিও ছিল ভারতের দখলে।২১.১ ওভারে ১৫০ রান করেছিল ভারত ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে।

*কানপুরে ২৪.২ ওভারে ৪ উইকেটে ২০১ রান করে  ভেঙে গেল অস্ট্রেলিয়ার একটি বিশ্বরেকর্ডও।২০১৭ সালে পাকিস্তানের বিরুদ্ধে সিডনিতে ২৮.১ ওভারে ২০০ রান করে অস্ট্রেলিয়া।

*৩০.১ ওভারে ভারত করে টেস্টের ইতিহাসে দ্রুততম ৫ উইকেটে ২৫০।২০২২ সালে ইংল্যান্ড ৩৪ ওভারে ২৫০ রান,সেই রেকর্ডও ভেঙে দিয়েছে ভারতীয় দল।

*বিশ্বের চতুর্থ ক্রিকেটার সচিন তেন্ডুলকর, রিকি পন্টিং এবং কুমার সাঙ্গাকারার পর আন্তর্জাতিক ক্রিকেটে ২৭ হাজার রান পূর্ণ করলেন বিরাট কোহলি।

*৫৯৪টি ইনিংস এ কোহলি আন্তর্জাতিক ক্রিকেটে ২৭০০০ রান ।৬২৯টি ইনিংস খেলে সচিনের বিশ্বরেকর্ড ভাঙলেন কোহলি ।

*রোহিত হলেন চতুর্থ ব্যাটার যিনি ইনিংসের প্রথম দু’বলে ছক্কা মারলেন। ১৯৪৮ সালে ফফি উইলিয়ামস, ২০১৩ সালে সচিন তেন্ডুলকর এবং ২০১৯ সালে উমেশ যাদবের এই নজির রয়েছে।

*ভারতের সপ্তম ক্রিকেটার হিসাবে টেস্ট ক্রিকেটে ৩০০ উইকেট  রবীন্দ্র জাডেজার।কপিল দেব, অনিল কুম্বলে, রবিচন্দ্রন অশ্বিন, হরভজন সিংহ, জাহির খান এবং ইশান্ত শর্মার পর।

*বিশ্বের দ্বিতীয় দ্রুততম ৩০০ উইকেটের পাশাপাশি তিন হাজারের (৩১২২) বেশি টেস্ট রান  জাডেজার ঝুলিতে।ইয়ান বথাম,কপিল এবং অশ্বিনের পর ।

*২০২৪ সালে টেস্ট ক্রিকেটে ভারতীয় দল ৯৬টি ছক্কা মারল।কানপুর টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে  মোট ১১টি ছক্কা।এক ক্যালেন্ডার বছরে টেস্টে সব চেয়ে বেশি ছক্কা মারার বিশ্বরেকর্ড গড়ল ভারত।

*আন্তর্জাতিক ক্রিকেটে ৩০০ উইকেট পূর্ণ করলেন মেহদি হাসান মিরাজ।বাংলাদেশের চতুর্থ বোলার হিসাবে ৩০০ উইকেট ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *