সতীপিঠ মন্দির পরিদর্শন
৫১ পীঠের একপিঠ অট্টহাস সতীপিঠে মন্দির পরিদর্শনে জেলাশাসক
পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার অন্তর্গত ৫১ পীঠের একপিঠ অট্টহাস সতীপিঠে মন্দির পরিদর্শনে এলেন, পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক ।
সমস্ত মন্দির চত্বর সহ মন্দির পরিদর্শন করেন এবং মা অটেশ্বরীর মন্দিরে পূজা দেন।
এছাড়াও উপস্থিত ছিলেন কাটোয়া মহকুমা শাসক অর্চনা পি ওয়াংখেরে, কেতুগ্রাম 1 এর সমষ্টি উন্নয়ন আধিকারিক পূর্ণেন্দু সান্যাল, এবং কেতুগ্রাম 2 এর সমষ্টি উন্নয়ন আধিকারিক অমিত কুমার শাও।উনাদেরকে মান্দিরে পেয়ে অট্টহাস সতীপীঠ কমিটির পক্ষ থেকে সংবর্ধিত করা হয়।
সংবর্ধনা দেন,সতিপীঠ অট্টহাসির মহারাজ সেবক রামজি।