একটি স্কুলে ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কার সঙ্গে দেখা করলেন মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন
যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে গেলেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি জিল বাইডেন। রবিবার এক অঘোষিত সফরে গেলেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি জিল বাইডেন

যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে গেলেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি জিল বাইডেন। রবিবার এক অঘোষিত সফরে গেলেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি জিল বাইডেন। রুশ আগ্রাসনে বিধ্বস্ত ইউক্রেনের প্রত্যন্ত একটি ছোট শহর উঝহোরোদে যান তিনি। সেখানে একটি স্কুলভবনের অস্থায়ী শিবিরে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত মানুষদের দেখতে গিয়ে ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কার সঙ্গে সাক্ষাৎ করেন জিল বাইডেন।
প্রায় দুই ঘণ্টা ইউক্রেনে ছিলেন জিল বাইডেন। এমনটাই জানা গিয়েছে। তার আগে তিনি ইউক্রেনের সীমান্তবর্তী স্লোভাকিয়ার একটি গ্রাম পরিদর্শন করেন। ওই গ্রাম থেকে প্রায় ১০ মিনিটের দূরত্বে ছিল ওই উঝহোরোদ শহর। ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকে ওলেনাকে জনসমক্ষে দেখা যায়নি। তাঁর সঙ্গে দেখা করে জিল বলেন, তিনি মাতৃ দিবসে ইউক্রেনে আসতে চেয়েছিলেন। যুক্তরাষ্ট্রের জনগণ ইউক্রেনের জনগণের পাশে আছে বলে আশ্বাস দেন তিনি।
যে স্কুলে জেলেনস্কা ও জিল দেখা করেন, সেটিকে বর্তমানে বাস্তুচ্যুত মানুষদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই দুই ফার্স্ট লেডি স্কুলে বসবাসরত শিশুদের সঙ্গে খেলা করেন। টিস্যু পেপার দিয়ে ভালুকও বানান তাঁরা। জেলেনস্কা বলেন, যুদ্ধের মধ্যে জিলের এই ইউক্রেন সফর এক সাহসী পদক্ষেপ। এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের ইউক্রেন সফর চলাকালীন সে দেশের প্রেসিডেন্ট জেলেনস্কিকে দেখা গিয়েছিল তাঁর সঙ্গে যুদ্ধবিধ্বস্ত কিয়েভের রাস্তায় হাঁটতে।
একান্ত আলাপচারিতায় ওলেনা বলেন, যুদ্ধ শুরুর সময় থেকে তিনি ছেলেমেয়েদের নিয়ে আত্মগোপন করে রয়েছেন। কতটা আতঙ্ক আর বিপর্যয়ের মধ্যে তাঁরা দিন কাটাচ্ছেন, তা সবিস্তারে জানান। এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পোল্যান্ড সীমান্ত থেকেই ইউক্রেনের পরিস্থিতি পরিদর্শন করেছিলেন। এবার তাঁর স্ত্রী একা, সশরীরে হাজির হলেন সে দেশে।
I’m extremely impressed with your writing talents as well as with the
layout for your weblog. Is this a paid topic or did you
modify it yourself? Either way stay up the excellent high quality writing, it is
uncommon to peer a great blog like this one nowadays..