দেখুন প্রথম দিনে আইপিএল এ কোন খেলোয়াড় কোন দলে
সব থেকে বেশি দামে কে বিক্রি হলো প্রথম দিনের নিলামে?
Ipl 2025 এর এবারে নিলাম চলছে সৌদিআরবে ।577 জন ক্রিকেটার এবারে রয়েছে ।শ্রেয়াস আয়ার,সামি ,পান্থ এর মত তারকারা কোথায় যাবেন টা নিয়ে চলছে জল্পনা ।প্রথম দিনের নিলামে ফিল সন্ট এর দাম উঠলো 11.50 কোটি ।2কোটিতে কেকেআরে ফিরলেন রহামুন্নুলা গুরবাজ।আরসিবি তে গেলেন সন্ট।
ডি কককে 3.60 কোটিতে নিল কেকে আর ।পাঞ্জাবে গেলো 11 কোটিতে মার্কাস স্টোয়নিস।4.20 কোটিতে ম্যাক্সওয়েল গেলো পাঞ্জাবে ।লখনউ সুপার জায়ন্টস 3.40 কোটিতে তুলে নিল মিচেল মার্শ কে ।23.75 কোটিতে ভেঙ্কটেশ আয়ার কেকেআরে ।বহু বছর পরে ঘরে ফিরলেন রবি চন্দন আশ্বিন ।9.75 কোটিতে চেন্নাই তুলে নিল তাকে ।
4কোটিতে রচিন রবীন্দ্র কে চেন্নাই রেখে দিলো ।প্রথম দিনে আনসোল্ড থেকে গেলো ডেভিড ওয়ার্নার ।রাহুল ত্রিপাঠী,ডেভিড কনওয়েকে 3.40 কোটি এবং 6.25 কোটিতে তুলে নিল চেন্নাই। দিল্লি 10.75 কোটিতে হ্যারি রুক কে নিল।
সেরাস আয়ার 26.75কোটি পাঞ্জাবে ,18 কোটি আর্শা দীপ পাঞ্জাব,মিচেল স্টার্ক 11.75 দিল্লি, যশ বাটলার 15.75 গুজরাট, রিসভ পন্থ 27 কোটি লখনউ,14 কোটি কে এল রাহুল দিল্লি,সিরাজ গুজরাট 12.25 কোটি ,ডেভিড মিলার 7.50 কোটি লখনউ,18 কোটিতে জুবেন্দ্র চাহাল পাঞ্জাব ,8.75 এ লিয়াম লিভিং স্টোন আর সি বি ,মহম্মদ সিরাজ 10 কোটিতে হায়দরাবাদ।
রিটেন সেন এর পর কার হাতে কত টাকা দেখে নিন ….
পাঞ্জাব 110.5 কোটি,
কেকে আর 51 কোটি,
আর সি বি 83 কোটি,
হায়দ্রাবাদ 69 কোটি,
দিল্লি 73 কোটি ,
মুম্বাই 45 কোটি,
লখনউ 69 কোটি,
গুজরাট 69 কোটি,
চেন্নাই 55 কোটি
রাজস্থান 41 কোটি ।