ইংল্যান্ডকে দুরমুশ,রেকর্ডের ছড়াছড়ি রাজকোটে

প্রথম ভারতীয় হিসাবে সবথেকে বেশিবার ১৫০ প্লাস রান করলেন ২৩ বছর হওয়ার আগেই।

যশস্বী ভব  ভারতীয় দলে সুযোগ পাওয়ার পর থেকেই নিজের প্রতিভার পরিচয় দিচ্ছেন। রাজকোটে দ্বিতীয় ইনিংসে দ্বিশতরান ।২৩১ বলে ২০০ রান করলেন। শুভমান গিল  নিজের ৯১ রানে দূর্ভাগ্যবশত রান আউট হয়ে যান।৯ রানের জন্য সেঞ্চুরি মিস। তৃতীয় দিনে চোট পেয়ে উঠে যাওয়া জয়সওয়াল শুভমান পর ব্যাটে আসেন ।

লাঞ্চ ব্রেকের আগে ৩১৪ রানে শেষ করে ভারত।বিরতির পর আগ্রাসী ব্যাটিং চালিয়ে যেতে থাকেন যশস্বী। প্রথমে ১৫০ রানের গণ্ডি পার করলেন। তারপর এগোতে থাকলেন ২০০ রানের দিকে।শস্বী অপরাজিত থাকলেন ২১৪ রানে। ১৪টি চার এবং ১২টি ছয় দিয়ে সাজানো যশস্বীর ইনিংস।ভারতীয় ব্যাটার হিসাবে পর পর দু’টি টেস্টে দ্বিশতরান করার নজির গড়লেন বিনোদ কাম্বলির পর যশস্বী ।

বিশাখপত্তনমে ২০৯ রানের ইনিংস,রাজকোটে করলেন অপরাজিত ২১৪ রান।টেস্টে প্রথম ব্যাটার হিসাবে ২০টি ছক্কা মারলেন যশস্বী একটি সিরিজে।একটি টেস্ট সিরিজে ৫০০ রান করলেন দ্বিতীয় তরুণ ভারতীয় হিসাবে। চতুর্থ ভারতীয় ব্যাটসম্যান হিসাবে সরফরাজ খান অভিষেক টেস্টে হাফসেঞ্চুরি করে রেকর্ড গড়লেন।

তৃতীয় টেস্টে জিতেছে ৪৩৪ রানে। সিরিজ়ে এগিয়ে গিয়েছে ২-১ ব্যবধানে।বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে  রোহিত শর্মার দল এখন দ্বিতীয় স্থানে।ভারতের পয়েন্ট এখন ৫০।অস্ট্রেলিয়াকে টপকে তারা উঠে এসেছে দ্বিতীয় স্থানে।৭৫ শতাংশ পয়েন্ট নিয়ে একে রয়েছে নিউ জ়‌িল্যান্ড।রাঁচী টেস্টে ভারত জিতলে নিউ জ়‌িল্যান্ডকে টপকে শীর্ষে ওঠার সম্ভাবনা রয়েছে রোহিতদের সামনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *