ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকন্দল প্রকাশ্যে, দিশেহারা কর্মীরা
আজকে ভাতার বাজারে তৃণমূলের মিটিং
পরপর দুটি দিনে দুটি সভা ,কর্মীরা দিশেহারা।ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি মনোয়ার ইসলাম জানান যে গতকাল মিটিং ছিল, প্রস্তুতি সভা ছিল তা আমরা কেউ জানি না ।তো আমরা আজ প্রস্তুতি সভা করলাম। অভিষেক ব্যানার্জি আসবে তাই।এখানে দলের সমস্ত কর্মী উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ব্লক সভাপতি বাসুদেব যশ জানান যে, গতকাল মিটিংটি যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হয়েছে। জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ও ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিল। আমরা অতিথি হিসেবে উপস্থিত ছিলাম। ব্লক সভাপতি আরও জানান যে আজকে ভাতার বাজারে তৃণমূলের মিটিং আছে এ বিষয়ে আমার জানা নেই।