কমরেড অমিয় গাঙ্গুলীর ৫০তম শহীদ বর্ষ উপলক্ষে জনসভা

কমরেড অমিয় গাঙ্গুলীর ৫০(50) তম শহীদ বর্ষ উপলক্ষে আজ (১০ ই অক্টোবর )মন্ডল গ্রামে জনসভা অনুষ্ঠিত হলো।

কমরেড অমিয় গাঙ্গুলীর ৫০(50) তম শহীদ বর্ষ উপলক্ষে আজ (১০ ই অক্টোবর )মন্ডল গ্রামে জনসভা অনুষ্ঠিত হলো।”উদয়ের পথে শুনি কার বাণী ভয় নেই ওরে ভয় নেই, নিশ্বাসে প্রাণ যে করিবে দান, ক্ষয় নেই তার ক্ষয় নেই”।শহীদ অমিয় গাঙ্গুলী স্মৃতি রক্ষা কমিটি উদ্যোগে ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী ব্যবস্থাপনায় মেমারি দু’নম্বর এরিয়া কমিটির অন্তর্গত মন্ডল গ্রাম দলীয় কার্যালয়ে পার্শ্ববর্তী এলাকায় জনসভা অনুষ্ঠিত হলো।

এই জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য সুজন চক্রবর্তী। এই জনসভা থেকে সামনের লোকসভা ভোটের প্রচার সারলেন এবং কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারকে বিরুদ্ধে তোফ ডাকলেন।

 

এই জনসভায় উপস্থিত ছিলেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী, বর্ধমান জেলার সম্পাদক মন্ডলী সদস্য শুকুর শিকদার, সদস্য অশেষ কুমার,মেমারি দু’নম্বর এরিয়া কমিটির সম্পাদক তাপস বসু , সদস্য বলাই দত্ত, নেতৃত্ব ও কর্মী বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *