পাঁচ রাজ্যে নির্বাচনের ফলাফল ভবিষ্যদ্বাণী প্রীতম দাস
আগামীকাল ভারতের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হতে যাচ্ছে। উত্তরপ্রদেশ , গোয়া , মনিপুর পাঞ্জাব , উত্তরাখণ্ড এই পাঁচ রাজ্যে আগামী পাঁচ বছর কার হাতে থাকবে সিয়াসত সেই দিকে মুখিয়ে আছে গোটা রাজনৈতিক মহল।সংখ্যাতত্বের মাধ্যমে ভবিষ্যত্বাণী করলেন বাংলার নস্ত্রাদুমাস নামে খ্যাত প্রীতম দাস।
তিনি এর আগে খেলাধুলার জগতে বহু চমকে দেওয়া ভবিষ্যদ্বাণী করেছেন।তার মতে , ১০/৩/২০২২ , বৃহস্পতিবার ৫ রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হতে যাচ্ছে। এই দিন সংখ্যাতত্ত্ব মতে , মুলাঙ্ক ও ভাগ্যাঙ্ক হচ্ছে ১। অন্যদিকে এই দিন বৃষ রাশির প্রভাব পড়ছে যার রাশি অধিপতি শুক্র অর্থাত্ ৬। তো হিসাব মত দেখতে গেলে এই দিন যে সংখ্যার প্রভাব থাকছে তা হল যথাক্রমে ১, ৩ , ৯ , ৪ , ৬। প্রীতম বলেছেন, ‘প্রথমত উত্তর প্রদেশ রাজ্যে ফলাফল সংখ্যাতত্ত্বে নিরিখে দেখতে হলে বিজেপির ক্ষমতার আসনে পুনরায় প্রতিষ্ঠিত হবার সম্ভাবনা দেখা যাচ্ছে। উত্তরপ্রদেশের ক্ষেত্রে ১ও ৯ সংখ্যা বিশেষ ভূমিকা থাকছে। সেই দিক থেকে দেখতে গেলে বিজেপি এই রাজ্যে ২৫০ / ২৫০+ আসন পেতে পারে। অন্তত ২৪০ এর নিচে আসনসংখ্যা আসবে না আশা করছি। দ্বিতীয়ত , মণিপুর রাজ্যে ক্ষেত্রে ১ ও ৯ সংখ্যার আধিপত্য দেখা যাচ্ছে। সেই দিক থেকে বলা যায় এই রাজ্য বিজেপি জেতার সম্ভাবনা যথেষ্ট রয়েছে। আশা করা যায় এই রাজ্যে মোটামুটিভাবে ২৫ থেকে ২৫ টি আসন পেতে পারে। তৃতীয়তঃ পাঞ্জাব রাজ্যের ক্ষেত্রে ২ সংখ্যার প্রভাব দেখতে পাওয়া যাচ্ছে।
তাই বলা যায় এই রাজ্যে আম আদমি পার্টি জয়ী হবার সম্ভাবনা আছে। এই রাজ্যে অন্তত সর্বোচ্চ ৯০ ও সর্বনিম্ন ৭০ টির মত আসন পেতে পারে তারা।’
তার সংখ্যাতত্ব বলছে , ‘গোয়া রাজ্যের ক্ষেত্রে চার সংখ্যার প্রভাব দেখতে পাওয়া যাচ্ছে। সংখ্যাতত্ত্ব মতে , ৪ এর মধ্যে রহস্যময়তা রয়েছে। এছাড়া , বৃষ রাশির অ্যাক্টিভেশন দেখতে পাওয়া যাচ্ছে বিজেপি ও কংগ্রেস উভয় দলের ক্ষেত্রে। এক্ষেত্রে বিজেপি ১৬ °৫৫’ দেখা যাচ্ছে , অন্যদিকে কংগ্রেসের ক্ষেত্রে ১৫°১৫’ দেখা যাচ্ছে। তাই এখানে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়ার সম্ভাবনা আছে। এই রাজ্যে বিজয়ী দল ১৪-১৮ টি মত আসন পেতে পারে। এই রাজ্যে কংগ্রেসের জয়ী হবার সম্ভাবনা কোথাও-না-কোথাও বিজেপির থেকে একটু বেশি দেখা গেলেও শেষ পর্যন্ত কি হবে তা বলা যথেষ্ট মুশকিল। কারন দুই দলের ক্ষেত্রেই একই রাশিতে অ্যাক্টিভেশন ও ডিগ্রীগত দুজনেরই বলাবল থাকার জন্য শেষ পর্যন্ত উলটপুরান হলেও হতে পারে। পঞ্চমত , উত্তরাখণ্ড রাজ্যের ক্ষেত্রেও ৪ সংখ্যার আধিপত্য দেখতে পাওয়া যাচ্ছে। অন্যদিকে রাজ্যের ক্ষেত্র বৃষ রাশির অ্যাক্টিভেশন দেখতে পাওয়া যাচ্ছে যেখানে বিজেপি ১৪ ° ও কংগ্রেস ১৪° ২৫’। ফলে সংখ্যাতত্ত্ব মতে কোথাও না কোথাও এই রাজ্যের ক্ষেত্রে শেষ পর্যন্ত কার মুখে হাসি ফুটবে তা বলা একটু জটিল। তবে আনুমানিক বিজয়ী দল ৩৩ থেকে ৪০ টির মতো আসন পেতে পারে। বলা মুশকিল তবে এই রাজ্যে কংগ্রেসের ভাগ্য খুললেও খুলতে পারে। তবে সংখ্যাতত্ত্ব ভাবে খুব কাছাকাছি কম্বিনেশনে জন্য । এটা শুধু সম্ভাবনা মাত্র।’