বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় আজ রাতেই

Published on: May 10, 2023
---Advertisement---

Join WhatsApp

Join Now

আজ রাতেই এই অতিরিক্ত নিম্নচাপ পরিণত হবে ঘূর্ণিঝড়ে,গভীর নিম্নচাপ এখন পরিবর্তন হয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এই খবর জানান ।আলিপুর আবহাওয়া দফতর জানায় ঘূর্ণিঝড়ের গতিপথ হবে বাংলাদেশের কক্সবাজার থেকে 1460 km দূরে। এই ঝড় ১৩মে থেকে অনেকটা দুর্বল হবে এবং ১৪ তারিখ বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যবর্তী অংশ দিয়ে ক্রস করবে।

আজ আন্দামান এ ভারিবৃষ্টি পাত শুরু হবে এবং হওয়ার গতিবেগ থাকবে ঘন্টায় 40 km এবং আগামীকাল গতি বেড়ে হবে 50 থেকে 60 km. প্রতি ঘণ্টায়।আজ দুপুর 2,30 টা পর্যন্ত তাপমাত্রা বাঁকুড়া 43 ডিগ্রি , আসানসোল 42 ডিগ্রি, বহরমপুর 41ডিগ্রি, কলকাতায় 39 ডিগ্রি। বীরভূম,মেদিনীপুর,মালদা, উত্তর 24 পরগনা,দক্ষিণ চব্বিশ পরগনা তে তাপপ্রবাহ বইছে।

দুই ২৪পরগনা ও পূর্ব মেদিনীপুরে ১৪ মে রবিবার বজ্রবিদুত্‍ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।কলকাতা ও পূর্ব মেদিনীপুর ছাড়া আজকের পর থেকে বাকি জেলাগুলিতে তাপপ্রবাহের সর্তকতা দিয়েছে।মালদা তে তাপপ্রবাহ থাকবে এবং বাকি বীরভূম ,বাঁকুড়া যে সকল জায়গায় আগে তাপপ্রবাহের সতর্কতা দিয়েছিল একই থাকবে।

Join Telegram

Join Now