পুলিশি নজরদারি বাড়াতে এবার পূর্ব বর্ধমান জেলা পুলিশ ব্যবহার করতে চলেছে ইলেকট্রিক বাইক

পুলিশি নজরদারি বাড়াতে এবার পূর্ব বর্ধমান জেলা পুলিশ ব্যবহার করতে চলেছে ইলেকট্রিক বাইক। প্রাথমিকভাবে বর্ধমান, কালনা ও কাটোয়া পুরসভা এলাকায় ২৫টি এই ধরণের পরিবেশ বান্ধব বাইক নামানো হচ্ছে বলে জেলা পুলিশ সুপার কামনাশিষ সেন জানিয়েছেন।বুধবার বর্ধমান পুলিশ লাইনে এই ইলেকট্রিক বাইক উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান রেঞ্জের আই জি পি ভরত কুমার মিনা।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পুলিশের একাধিক আধিকারিক। পুলিশ সুপার বলেন, অপরাধ দমনে আরো গতি আনতে জেলা পুলিশ এবার বাইকে পেট্রোলিং শুরু করছে।

পূর্ব বর্ধমান জেলার বর্ধমান, কালনা ও কাটোয়া শহর থেকে এই ইলেকট্রিক বাইকে নজরদারি শুরু করা হলেও পরে অন্য জাযগায়ও পুলিশি নজরদারি চালু করা হবে। পুলিশ সুপার বলেন, এই ইলেকট্রিক বাইকের বেশ কিছু সুবিধা রয়েছে, যেমন কোনো জ্বালানি ছাড়া এই বাইক চললে পরিবেশে দূষণ কম হবে, পাশপাশি এই বাইকের আওয়াজ অনেক কম হওয়ার শব্দ দূষণেরও সম্ভাবনা নেই।

Leave a Comment