আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

উত্তরপ্রদেশের এক বড় ছিনতাই চক্র ধরা পড়ল আরামবাগ পুলিশের জালে

Published on: February 2, 2022
---Advertisement---

Join WhatsApp

Join Now

উত্তরপ্রদেশের এক বড় ছিনতাই চক্র ধরা পড়ল আরামবাগ পুলিশের জালে। এ ব্যাপারে এক সাংবাদিক সম্মেলনে হুগলি গ্রামীণ পুলিশের সুপার আমনদীপ ও অতিরিক্ত পুলিশ সুপার শিবপ্রসাদ পাত্র জানিয়েছেন, মূলত উত্তরপ্রদেশের বাসিন্দা একটি ছিনতাই চক্র বেশ কিছুদিন ধরেই আরামবাগ, খানাকুল ও গোঘাট এলাকায় একাধিক লুঠ, ডাকাতি করে বেড়াত বলে অভিযোগ আসছিল।

তাই আটঁঘাট বেঁধে আরামবাগ মহকুমার পুলিশ নামলে তাদের জালে ধরা পড়ে ওই ছিনতাই চক্র। ৪ মহিলা সহ ১৪ জনকে অস্ত্র-সহ গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ প্রচুর সোনা, রূপা, আগ্নেয়াস্ত্র, মোবাইল ফোন, ডাকাতি করার বেশ কিছু উন্নত সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।

ওই দুষ্কৃতী দলের কাছ থেকে, নগদ এক লক্ষ ষাট হাজার টাকা, চারটি আগ্নেয়াস্ত্র, ৩৬ রাউন্ড গুলি ৬০০ গ্রাম সোনা, ১ কেজি ৫০০ গ্রামের মতো রূপার গহনা পাওয়া গেছে। ধৃতরা আদালতের নির্দেশে পুলিশি হেফাজতে থাকলেও এই ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জেলা পুলিশ সূত্রে জানা গেছে।

Join Telegram

Join Now