বামফ্রন্টের পক্ষ থেকে বর্ধমান পৌরসভার প্রার্থী তালিকা ঘোষণা
কৃষ্ণ সাহা ( পূর্ব বর্ধমান ) :- ২৭ ফেব্রুয়ারী রাজ্যের ১০৮টি পৌরসভার যে নির্বাচন হতে চলেচ্ছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ পৌরসভা হল বর্ধমান পৌরসভা। জেলা বামফ্রন্টের পক্ষ থেকে বৃহস্পতিবার বর্ধমান পৌরসভার প্রার্থী তালিকা ঘোষণা করা হল।
এদিন সিপিআই(এম) জেলা কার্যালয় থেকে সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে প্রার্থী তালিকা ঘোষণা হয়। শহরের ৩৫টি ওয়ার্ডেই প্রার্থী দিচ্ছে বামফ্রন্ট, তারমধ্যে ২৯টি সিপিআই(এম), ২টি আরএসপি,৪টি ফরোয়ার্ড ব্লকের প্রার্থী রয়েছে। বামফ্রন্টের দাবী, ২০১৩ পৌর ভোটে সন্ত্রাস চালিয়ে ছিল তৃনমূল।
সামনের পৌর ভোটে তার পুনঃরাবৃত্তি না হয় জেলা প্রশাসনের কাছে সেই আবেদন জানাচ্ছেন তারা। স্বচ্ছ, দূর্নীতিমুক্ত পৌর বোর্ড গঠনের লক্ষ নিয়ে ভোটের ময়দানে নামতে চলেছে জেলা বামফ্রন্ট। শুক্রবার তারা পৌর নির্বাচনের ইস্তেহার প্রকাশ করবে বলে জানাগেছে।