ছেলেকে উচ্চ শিক্ষিত করার জন্য পায়ে ব্যাথা নিয়েই ধূপ বিক্রি করছেন বৃদ্ধ বাবা

শ্যামবাজার মেট্রো স্টেশনের এক নম্বর গেটের কাছে এক বৃদ্ধ বাবা ধূপ বিক্রি করছেন। মাথার চুল সাদা হতে আর একটাও বাকি নেই। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে ভদ্রলোকের অত্যন্ত কষ্ট হয়, তা মুখ দেখেই বোঝা যায়। তাও এভাবেই গত ছয় মাস ধরে মেট্রো স্টেশনের বাইরে ঠায় দাঁড়িয়ে থেকে ধূপ বিক্রি করেন।পায়ে অসহ্য যন্ত্রণা, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকাটাও কষ্টের।

যদি শ্যামবাজার মেট্রো স্টেশনের দিকে যান তাহলে দেখবে এক নম্বর গেটের বাইরে শ্যামল মিত্র নামক এক বৃদ্ধ ধূপ বিক্রি করছেন। তবে তিনি বাকি হকারদের মত গলা ফাটিয়ে বা চেঁচিয়ে বিক্রি করেন না। চুপচাপ নীরবে হাতে ধূপের প্যাকেট নিয়ে শুধুমাত্র দাঁড়িয়ে থাকেন। পথচারীদের মুখের দিকে তাকিয়ে হয়তো ভাবেন কেউ একটা প্যাকেট যদি নিত। সদ্য সোশ্যাল মিডিয়াতে এই বৃদ্ধের ছবি ভাইরাল হয়েছে। অনেকে তাই কাছেপিঠে এলেই শ্যামল বাবুর কাছ থেকে ধূপ কিনে নিয়ে যান।

শ্যামল বাবু আগে কাগজের ব্যবসা করতেন। কিন্তু পায়ে আঘাত লাগার পর সেই ব্যবসা আর ঠিকমতো চালাতে পারেননি। উপরন্তু প্রচুর লস হয়েছে। একদিকে সংসারের রাশ আর অপরদিকে ছেলেকে শিক্ষিত করে তোলার আপ্রাণ চেষ্টা। শ্যামল বাবুর ছেলে এখনো পড়াশোনা করেন। তাই এই বৃদ্ধ পিতার সব সময়ের ইচ্ছা, ছেলে অনেক দূর পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াক। তাই এই ধূপ বিক্রির পেশাকেই তিনি বেছে নিয়েছেন।



মেট্রো স্টেশনের কাছেই ফুটপাতের কাছে অনেকেই দোকান নিয়ে বসেন। তাদেরও এই বৃদ্ধ মানুষটির পায়ে যন্ত্রণা নিয়ে ধূপ বিক্রি করতে দেখে খারাপ লাগে এবং কষ্ট হয়। অনেকেই চান বৃদ্ধের পরিবারের লোক এ বিষয়ে একটু বিশেষভাবে দেখভাল করুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *