পিকআপভ্যান ও মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু ১
মালদা :- পিকভ্যান ও মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল একজনের। গুরুতর জখম হয়েছে আরও একজন । মৃত ও আহত মোটরবাইকের চালক এবং আরোহী বলে জানিয়েছে পুলিশ । মঙ্গলবার রাতে এই পথ দুর্ঘটনাটি ঘটেছে গাজোল থানার আগমপুর এলাকার রাজ্য সড়কে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম কৃষ্ণ বর্মন (২৬) এবং আহতের নাম স্বপন বর্মন (৩৫)। উভয়ের ঠিকানা গাজোল থানার কোদাল হাটিগ্রামে ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ও আহত দুজনেই পেশায় রাজমিস্ত্রি ।
মঙ্গলবার রাতে মোটরবাইকে গাজোলের আগমপুর এলাকার ঘরের কাজে গিয়েছিলেন ওই দুই জন। এরপর কাজের শেষ করে ওই দুইজনে মোটর বাইকে বাড়ি ফিরছিলেন। সেই সময় হঠাৎ একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রন হারিয়ে ওই মোটরবাইক টিকে সজোরে ধাক্কা মারে।
দুর্ঘটনার পর ঘাতক পিকআপ ভ্যানটি এলাকা থেকে পালিয়ে যায়। স্থানীয় গ্রামবাসীরা ওই দুজনকে জখম অবস্থায় মালদা মেডিকেল কলেজে নিয়ে গেলে একজনের মৃত্যু হয়।