গোটা নদীয়াজেলা জুড়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা
গোটা নদীয়াজেলা জুড়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা আর তাতেই কপালে চিন্তার ভাঁজ পরেছে জেলা স্বাস্থ্য দপ্তরের
গোটা নদীয়াজেলা জুড়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা আর তাতেই কপালে চিন্তার ভাঁজ পরেছে জেলা স্বাস্থ্য দপ্তরের। ইতিমধ্যে নদীয়া জেলার রানাঘাটে প্রতিদিনই বাড়ছে হুহু করে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। ডেঙ্গি প্রতিরোধে হিমশিম খেতে হচ্ছে পৌরসভা কে। এবার নদীয়ার শান্তিপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডে ৬জন ডেঙ্গি আক্রান্ত হয়। আর তাতেই কপালে চিন্তার ভাঁজ শান্তিপুর পৌরসভার।
এদিন এক নম্বর ওয়ার্ডে বিশেষ পর্যবেক্ষণে আসে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা, সাথে ছিলেন পৌরসভার পৌর আধিকারিকরা। ওই ওয়ার্ডের প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গিয়ে বিশেষভাবে পর্যবেক্ষ কড়ার পাশাপাশি জমে থাকা জল ও জলাশয় জায়গাগুলিতে গিয়ে মশার লার্ভা নিধনে করলেন কীটনাশক স্প্রে। এছাড়াও প্রত্যেকটি বাড়িতে গিয়ে সচেতন করলেন মানুষদের।এ প্রসঙ্গে শান্তিপুর পৌরসভার প্রতিনিধিরা জানিয়েছেন, ডেঙ্গির উপদ্রব বাড়তেই বিশেষভাবে পদক্ষেপ নেয় শান্তিপুর পৌরসভা।
প্রত্যেকটি ওয়ার্ডের বাড়িতে বাড়িতে গিয়ে সার্ভে করা হয়, কিন্তু এখনো অনেক মানুষ অসচেতন। অনেকের বাড়িতে লক্ষ্য করা যাচ্ছে ফুল গাছের টপ, ডাবের খোলা, এবং যেকোনো পাত্রে জমে রয়েছে জল। আর সেই জলেই জন্মাচ্ছে মশার লার্ভা, আর সেখান থেকেই বাড়ছে মশার উপদ্রব। তাই ডেঙ্গি প্রতিরোধে শুধু পৌরসভা কে দায়িত্ব নিলে হবে না, সাধারণ মানুষকেও সচেতন থাকতে হবে, এবং নিজের বাড়িকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তাহলেই ডেঙ্গির হাত থেকে আমরা সকলেই রক্ষা পাব।