ক্যানসারের উপসর্গ দেখা দিলে সতর্ক হন !

ক্যানসার শব্দটি শুনলেই ঠোঁট শুকিয়ে যায়, থমকে যায় সময়ের কাঁটা।

ক্যানসার মরণব্যাধি কিন্তু মহামারির চেয়ে কোনো অংশে কম নয়।WHO তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে মৃত্যুর দ্বিতীয় বৃহত্তম কারণ এই রোগ।সাধারণ মানুষের মধ্যে  রোগের উপসর্গ সম্পর্কে ধারণা কম।মানুষ বুঝতেই পারে না। পেরিয়ে যায় চিকিৎসার সময়। রোগটি এতটাই ভয়াবহ যে, তা ছড়াতে খুব বেশি সময় লাগে না।

অঙ্গভেদে ক্যানসারের উপসর্গ আলাদা আলাদা হয়।ক্যানসারের কারণে স্নায়ুগুলি সংকুচিত হয়ে যায়। পেশিতে টান ও খিঁচুনির মতো সমস্যা হয়।উপসর্গ আছে মানেই সেটা ক্যানসার নয়,মনে রাখতে হবে।এই উপসর্গগুলি থাকলে পরীক্ষানিরীক্ষার মাধ্যমে যাচাই করিয়ে নেওয়া উচিত ।

মস্তিষ্কের ক্যানসারের প্রধান লক্ষণ -সকালে বমি হওয়া, দৃষ্টিশক্তির সমস্যা, চোখ ট্যারা হয়ে যাওয়া, কানে সর্বক্ষণ ভোঁ ভোঁ আওয়াজ হওয়া মাথাব্যথা।

ইনসুলিন প্রোডিউসিং টিউমার- প্যানক্রিয়াসে তৈরি হয় ইনসুলিন। কিন্তু কোনো রোগীর হঠাৎ অনেকটা সুগারের পরিমাণ কমে যাওয়ার নেপথ্যে এই টিউমার থাকতে পারে।

থাইরয়েড ক্যানসার – বুক ধড়ফড়ানি,ওজন অনেকটা কমে যাওয়া,ঘন ঘন বমি হওয়া, মাঝেমাঝেই সংজ্ঞা হারিয়ে ফেলা থাইরয়েড গ্রন্থিতে ক্যানসারের লক্ষণ হতে পারে।

রক্তের ক্যানসার- শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কমতে থাকা, বার বার জ্বর, সংক্রমণ, শরীরজুড়ে কালশিটে পড়া- এগুলি রক্তের ক্যানসারের লক্ষণ।

হিস্টিয়োসাইটোসিস-  এটি শিশুদের একটি বিরল প্রজাতির রক্তের ক্যানসার। হঠাৎ মাথার কোনো একটা জায়গা ফুলে ওঠা এর প্রধান লক্ষণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *