পাঁচ লাখ টাকা চেয়ে হাজরা পরিবারকে চিঠি মাওবাদীর
পূর্ব বর্ধমান :- *পাঁচ লাখ টাকা চেয়ে হাজরা পরিবারকে চিঠি মাওবাদীর* চিন্তিত পরিবার।
উলেখ্য গতকাল রাত্রি ১০:৩০ নাগাদ বাড়ির ছোট ছেলে অয়ন হাজরা সদর দরজা বন্ধ করতে গিয়ে দেখে একটি খাম সাদা কাগজের অংশ পরে রয়েছে,খাম খুলে দেখেন চিঠিতে লেখা রয়েছে , *”জয় বজরং বলি,আমরা মাওবাদী”* আপনার গৃহকর্তা ৪০-৫০ লাখ টাকা রেখে গেছেন,সেই টাকা থেকে আমাদেরকে ৫ লাখ টাকা দেবেন,নাহলে বাড়ির ছোট ছেলে অসুবিধায় পড়বে ।
আর এই টাকাটি আমবোনা গ্রামের বেল তলায় এনে রাখবেন সেখান থেকে সংগ্রহ করে নেওয়া হবে। মূলত এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানা অন্তর্গত বনপাস পঞ্চায়েতের আমবোনা গ্রামের। চিঠি পেয়ে হাজরা পরিবারের ছোট ছেলে ভাতার থানায় দ্বারস্থ হন, পুলিশ বিষয়টি নিয়ে যথেষ্ট আশ্বাস দিয়েছেন হাজরা পরিবারকে।
কার্যতঃ এই মুহূর্তে মাওবাদীর চিঠি পেয়ে আতঙ্কিত হাজরা পরিবার।