প্রশাসনের নির্দেশ অমান্য করে শহরে প্রবেশ করছিল অন্য রুটের বাস , এবার পথে নামলো পুলিশ
গত বছর এক নির্দেশিকায় জানানো হয়েছিল যে বর্ধমান শহরে একমাত্র টাউন সার্ভিস ছাড়া অন্য কোনো বাস চলাচল করবে না। সে নিয়ম কে মান্যতা দিয়ে, প্রত্যেক বাস সংগঠন প্রশাসনের সঙ্গে বৈঠকে তাদের সম্মতির কথা জানিয়েছিল। পরবর্তীতে বেশ কিছুদিন শহরে বাইরের রুটের বাস ঢোকা সম্পূর্ণরূপে বন্ধ ছিল।
কিন্তু পুজোর পর থেকেই হঠাত্ বেশকিছু বাস যেগুলো শহর সংলগ্ন বিভিন্ন অঞ্চল যেমন সেহারাবাজার, নেত্রখণ্ড, বড়শুল প্রভৃতি রুটের, সেগুলি শহরের অভ্যন্তরে যাচ্ছিল। বারবার তাদের মালিক পক্ষকে এ বিষয়ে সতর্ক করা হলেও তাঁরা এ বিষয় কর্ণপাত করেন নি। অবশেষে পথে নামল প্রশাসন। শহরের পারবিরহাটায় ডিএসপি ট্রাফিক অতনু ব্যানার্জির নেতৃত্বে বেশ কিছু বাইরের রুটের বাস কে আটক করা হল এদিন।