পড়ুয়াদের অ্যাকাউন্টে ১০ হাজার টাকা

প্রকল্পের নাম তরুণের স্বপ্ন।করোনা অতিমারির সময় অনলাইন পড়াশোনার  ফোন বা ট্যাব কেনার জন্য সহায়তা করেছিল রাজ্য সরকার। উচ্চমাধ্যমিকে সফল পড়ুয়াদের অ্যাকাউন্টে ১০ হাজার টাকা দেওয়া হবে সূত্রের খবর।

প্রকল্পের নাম তরুণের স্বপ্ন।করোনা অতিমারির সময় অনলাইন পড়াশোনার  ফোন বা ট্যাব কেনার জন্য সহায়তা করেছিল রাজ্য সরকার। উচ্চমাধ্যমিকে সফল পড়ুয়াদের অ্যাকাউন্টে ১০ হাজার টাকা দেওয়া হবে সূত্রের খবর।বিকাশ ভবন থেকে নির্দেশ দেওয়া হয়েছে পড়ুয়ারা যাতে তাদের অ্যাকাউন্ট আপডেট করে রাখে যথা সময়ে। ৩১ জুলাই সমস্ত তথ্য বিকাশ ভবনে জমা দেওয়ার কতা  বলা হয়েছে।

প্রশ্নও উঠছে ফের ক্লাসরুমে ফিরেছে পড়ুয়ার দল, তবে তারপরেও কেন এই প্রকল্প চালাতে চাইছে রাজ্য সরকার? করোনা আবার বাড়তে শুরু করেছে,কী হবে সবটাই অনিশ্চিত,সূত্রের খবর সেকারণে কোনও ঝুঁকি নিতে চাইছে না সরকার।এবারও প্রায় ৮ লক্ষ পড়ুয়া উপকৃত হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *