বাইক মিছিলের আয়োজন তৃণমূল কংগ্রেসের

রায়না ২ ব্লকের পাঁইটা দু'নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দরবেশপুর থেকে বুলচন্দ্রপুর বাজার পর্যন্ত বাইক রেলি করলো

রায়না ২ ব্লকের পাঁইটা দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দরবেশপুর থেকে বুলচন্দ্রপুর বাজার পর্যন্ত বাইক রেলি করলো পাইটা দুই নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এরপর রায়না দু নম্বর ব্লকের প্রতিটি অঞ্চলেই বাইক মিছিলের আয়োজন করা হবে বলে জানালেন রায়না দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসীম পাল।এখন চাষবাসের সময় অর্থাৎ মাঠে ধান কাটা চলার পাশাপাশি আলু বসানোর কাজ শুরু হয়ে গেছে। কিন্তু তা সত্বেও আজকের মিছিলে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের উচ্ছাস উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।

 

 

রাজ্যের তৃণমূল কংগ্রেসের বিকল্প আর কেউ নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধারণ মানুষের জন্য যে সকল প্রকল্প গুলি চালু করেছেন তার থেকে মানুষ যা সুবিধা পেয়েছে সেটাই আরেকবার মনে করিয়ে দেওয়ার জন্যই আজকের এই বাইক মিছিল। তাই দীর্ঘকাল ধরে মুখ্যমন্ত্রী দেওয়া এই সুবিধা যাতে রাজ্যের মানুষ ভোগ করতে পারে তারই বার্তা দেওয়া হয় আজকের এই মিছিল থেকে।

 

 

এদিনের বাইক মিছিলে উপস্থিত ছিলেন রায়না দু’নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসীম পাল, সহ-সভাপতি বৈদ্যনাথ শীল, ব্লক কমিটির সাধারণ সম্পাদক মুন্সি হাসিবুর রহমান, মহিলা সভানেত্রী মৌসুমী দে, পহলানপুর অঞ্চলের প্রেসিডেন্ট সত্যজিৎ ব্যানার্জি, পাইটা দু’নম্বর অঞ্চলের প্রেসিডেন্ট বিশ্বরূপ দত্ত, INTTUC সভাপতি পিন্টু , জয় হিন্দ বাহিনীর চেয়ারম্যান কৃষ্ণেন্দু ঘোষ সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *