ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকন্দল প্রকাশ্যে, দিশেহারা কর্মীরা
পরপর দুটি দিনে দুটি সভা ,কর্মীরা দিশেহারা।ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি মনোয়ার ইসলাম জানান যে গতকাল মিটিং ছিল, প্রস্তুতি সভা ছিল তা আমরা কেউ জানি না ।তো আমরা আজ প্রস্তুতি সভা করলাম। অভিষেক ব্যানার্জি আসবে তাই।এখানে দলের সমস্ত কর্মী উপস্থিত ছিলেন। এ বিষয়ে ব্লক সভাপতি বাসুদেব যশ জানান যে, গতকাল মিটিংটি যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে … Read more