সোমার নিয়োগ একমাত্র বাতিল করল না হাই কোর্ট
INTERNET – কলকাতা হাই কোর্ট সোমবার রায় দিল।হাই কোর্ট জানায়, ২০১৬ সালে এসএসসি পরীক্ষায় চাকরি পাওয়া সব প্রার্থীর নিয়োগ বাতিল।প্যানেলের কোনও চাকরির বৈধতা নেই।সোমা দাসের চাকরি একমাত্র থেকে গেল।ডিভিশন বেঞ্চ জানায়, ‘মানবিক কারণ’-এই সোমার নিয়োগ বাতিল করা হচ্ছে না।বীরভূমের গ্রামের মেয়ে সোমা চাকরির লড়াইয়ের সঙ্গে বাঁচার লড়াইও চালিয়ে যাচ্ছিল।২০১৬ সালে শিক্ষক নিয়োগের মেধাতালিকায় নাম থাকা … Read more