রাজ্যে ১৬ ই নভেম্বর থেকেই খুলছে স্কুল

স্কুল খোলা নিয়ে রাজ্যের সিদ্ধান্ত বহাল রাখল কলকাতা হাইকোর্ট। কাটল যাবতীয় আইনি জট। আগামী ১৬ ই নভেম্বর থেকেই রাজ্যে খুলছে স্কুল। অর্থাত্‍ রাজ্যের পূর্ব ঘোষণা মতোই ১৬ই নভেম্বর থেকে রাজ্যে স্কুল খুলতে আর কোনো বাধা রইলো না। সিদ্ধান্ত বহাল রাখল কলকাতা হাইকোর্ট।রাজ্যের ২৯ শে অক্টোবরের বিজ্ঞপ্তি বহাল রাখল আদালত।এই সিদ্ধান্তের ফলে মামলাকারি সরাসরি প্রভাবিত হচ্ছেন না।

সে কারণেই মামলা খারিজ করা হল। নির্দিষ্ট ভাবে ওই শ্রেণীর পড়ুয়া বা অভিভাবকরা বা শিক্ষকরা চাইলে সংশ্লিষ্ট কতৃপক্ষকে অভিযোগ জানাতেই পারেন। আদালত জানিয়েছে, প্রতি দিন ১০ মিনিট করে পড়ুয়াদের করোনা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সচেতন করা হবে। ক্লাস চালু করতে কোনও স্কুলের অসুবিধা থাকলে তারা রাজ্যের সঙ্গে যোগাযোগ করবে । স্কুল খুললেও করোনাবিধি মেনেই হবে ক্লাস।

পশ্চিমবঙ্গের আগে বেশ কয়েকটি রাজ্যের স্কুল খুলে যায়। এই রাজ্যে স্কুল খোলার দাবি তোলা হয়েছিল। ১৬ই নভেম্বর থেকে স্কুল খোলার কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল আপাতত নবম থেকে একাদশ শ্রেণির ক্লাস হবে সকাল ৯টা থেকে বিকেল ৩:৩০ পর্যন্ত। আবার অন্যদিকে দশম দ্বাদশ শ্রেণীর ক্লাস হবে সকাল ১০ টা থেকে বিকাল ৪ টে পর্যন্ত।

তবে স্কুল খোলা নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন সুদীপ চৌধুরী নামে এক আইনজীবী। তিনি আবেদনে বলেছিলেন কোনোরকম আগাম পরিকল্পনা ছাড়াই স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এই মামলারপর সকলের মনে সংশয় তৈরি হয়েছিল তাহলে কী ১৬ই নভেম্বর থেকে স্কুল খুলবে না? তবে আজ কলকাতা হাইকোর্টে খারিজ হয়ে গেল স্কুল খোলার মামলা।

আদালতের নির্দেশ অনুযায়ী আগামী ১৬ই নভেম্বর থেকেই স্কুল খুলছে। কোভিড বিধি মেনে স্কুল খুলতে হবে বলে স্পষ্ট জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। অর্থাত্‍ মামলাকারীদের সমস্ত দাবি খারিজ করে দিল আদালত। রাজ্য সরকার যে ঘোষণা করেছিল তা বহাল রাখল আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *