মুম্বাই বিমানবন্দরে সালমান খানকে আটকালেন সিআইএসএফ-এর অফিসার

বড়পর্দার তারকা মানেই খ্যাতি ও জনপ্রিয়তার সঙ্গে যোগ হয় তাঁদের ঘিরে সাধারণ মানুষের বিহ্বলতা ও মুগ্ধতা। আর বলিউডের প্রথম সারির নায়করা তো এই ব্যাপারে অভ্যস্ত বহু বছর ধরেই। তবে সম্প্রতি মুম্বই বিমানবন্দরে সলমন খান যে পরিস্থিতির মুখোমুখি হলেন, তার সঙ্গে যে নায়ক-বন্দনা মিশে নেই সে কথা হলফ করে বলা যায়।সম্প্রতি, মুম্বই বিমানবন্দরে দেখা গেছিল সলমনকে। … Read more