যোগ্য জবাব দিলেন সুনীল গাভাসকারকে
ওয়াশিংটনের একার ৭ উইকেট
ওয়াশিংটন সুন্দর একাই ৭ উইকেট শিকার করলেন ।দ্বিতীয় টেস্ট ম্যাচ ভারত বনাম নিউজিল্যান্ড বেশ জমে উঠেছে।ওয়াশিংটন সুন্দর ‘তুরুপের তাস’ হয়ে উঠলেন।কিউয়ি ব্যাটিং ব্রিগেডকে ব্যাকফুটে ঠেলে একাই ৭ উইকেট শিকার করে। দ্বিতীয় টেস্ট ম্যাচে কুলদীপ যাদবের পরিবর্তে ওয়াশিংটন সুন্দরকে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে সুযোগ দেওয়া হয়েছে।গাভাসকারের টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত একেবারেই পছন্দ হয়নি ।
গাভাসকার বলেছিলেন,’চোট সমস্যা ছাড়া বিশ্বের অন্য কোনও দলকে একসঙ্গে তিনটে পরিবর্তন করতে আমি দেখিনি। ওয়াশিংটন সুন্দরকে দলে নেওয়ার অর্থই হল যে এই টিম ইন্ডিয়া নিজেদের ব্যাটিং ডিপার্টমেন্ট নিয়ে একেবারে আত্মবিশ্বাসী নয়।’
তিনি আরও বলেন ‘আমি মনে করি, ওর বোলিংকে প্রাধান্য দেওয়ার পরিবর্তে লোয়ার অর্ডারে ব্যাটিংয়ের শক্ত খুঁটি হিসেবে দলে নেওয়া হয়েছে। হ্যাঁ, নিউজিল্যান্ডের বাঁহাতি ব্যাটারদের নিয়ে ইতিমধ্যে যথেষ্ট আলোচনা হয়েছে। তবে আমি নির্বাচক হলে কুলদীপ যাদবকেই দলে নিতাম। ও যে কোনও সময়ই ম্যাচের রং পালটে দিতে পারে।’
ওয়াশিংটন সুন্দরের এই পারফরম্যান্স,নিউজিল্যান্ড ২৫৯ রানে অলআউট হয়ে গিয়েছে,যোগ্য জবাব দিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকারকে।