সৌরঝড়ের সতর্কতা জারি

সৌরঝড় আরও বড় এবং আরও প্রভাবশালী বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

INTERNET- নাসার তরফে সৌরঝড়ের সতর্কতা জারি করল।তীব্র দাবদাহের দাপট, নাজেহাল পশ্চিমবঙ্গ।সূর্যে নতুন করে ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে।বৃহস্পতিবার পর্যন্ত পৃথিবীর উপর তার প্রভাব দেখা যাবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।ফলে গরম তাপের হলকা এসে লাগবে পৃথিবীর বুকে। এর ফলে ক্ষতির আশঙ্কার করা হচ্ছে।সপ্তাহখানেক আগেই পৃথিবীর গায়ে সৌরঝড়ের আঁচও এসে লেগেছিল।বেতার সংযোগ কিছু ক্ষণের জন্য বিচ্ছিন্নও হয়ে গিয়েছিল। কিন্তু এ বারের সৌরঝড় আরও বড় এবং আরও প্রভাবশালী বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

নাসার বিজ্ঞানীদের মতে,জিপিএস, বেতার যোগাযোগ সাময়িক ভাবে বিচ্ছিন্ন হতে পারে,পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রে ফাটল ধরতে পারে,ইন্টারনেট সংযোগ এবং মোবাইলের নেটওয়ার্কের উপরেও প্রভাব পরতে পারে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *