আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

শীতের আমেজের মধ্যেই নিম্নচাপের জেরে ভাসতে পারে দক্ষিণবঙ্গ

Published on: November 10, 2021
---Advertisement---

তবে বেশ শীত শীত আমেজ। রাত হলেই ঠাণ্ডা হাওয়ার দাপটে গায়ে হালকা কিছু জড়াতে হচ্ছে। ঠাণ্ডা থাকছে সকালেও। কিন্তু শীতের ইনিংস শুরু হওয়ার আগেই তাতে বাধ সাধল নিম্নচাপ। বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের জেরে রাজ্যে শীতের আমেজ কমবে বলে জানাল হাওয়া অফিস। নিম্নচাপের জেরে ফের দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাস।

নিম্নচাপের জেরে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা ফের বাড়বে। দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে সপ্তাহান্তেই শুরু হবে বৃষ্টি। আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপটি ক্রমশ তামিলনাড়ু উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। যার জেরে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প ও পূবালি বাতাস দক্ষিণবঙ্গে ঢুকতে চলেছে। এর ফলেই শীতের আমেজ ভেঙে বাড়বে তাপমাত্রা।

মহানগরের তাপমাত্রা এদিন সামান্য বেড়ে ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস হয়েছে। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। চলতি বছর প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। যার জেরে শীতও তাড়াতাড়ি পড়বে বলে মনে করা হচ্ছিল। কিন্তু বাধ সাধল নিম্নচাপ। নভেম্বর পড়তেই শীতের আমেজে মজেছিল বঙ্গবাসী। কিন্তু ফের বৃষ্টির ভ্রূকুটি দক্ষিণবঙ্গে।

পূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামানের ওপরে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। ১১ নভেম্বর এটি সুস্পষ্ট নিম্নচাপের পরিণত হবে। এর জেরে তামিলনাড়ুর উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতেও বৃষ্টিপাত হবে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment