তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সামাজিক কর্মসূচী

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সারা রাজ্য জুড়ে বিভিন্ন অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। শহর বর্ধমানের মূল অনুষ্ঠানটি হয় জেলা তৃণমূল ভবনে। পতাকা উত্তোলনের মাধ্যমে এ প্রতিষ্ঠা দিবসের সূচনা করেন দলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জী ছিলেন প্রাক্তন জেলা সভাপতি তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন এই উপলক্ষে শহরের কালি বাজারে দলের সাধারণ সম্পাদক উত্তম সেন গুপ্তের উদ্যোগে একটি সংবর্ধনা সভার আয়োজন করা হয়। এই সংবর্ধনা অনুষ্ঠানে শহরের বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধিত করা হয়।

অন্যদিকে শহরে কার্জন গেট এ বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের উদ্যোগে দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। মনীষীদের ছবিতে মাল্যদানের পাশাপাশি এই দিনটির গুরুত্ব সকলের সামনে তুলে ধরেন বিধায়ক খোকন দাস, তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আব্দুর রব, দলের শহর সভাপতি অরূপ দাস, দলের মুখপাত্র প্রসেনজিৎ দাস, নারু ভকৎ সহ শহরের বিশিষ্ট নেতৃবৃন্দ।