আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

ফোনের স্ক্রিনে স্ক্র্যাচ,সহজ কিছু উপায়

Published on: April 21, 2024
---Advertisement---

Join WhatsApp

Join Now

INTERBNET- স্মার্টফোনের স্ক্রিনে স্ক্র্যাচ ? হাত থেকে পড়ে বা প্যান্টের ঘষায় স্ক্র্যাচ পড়তে পারে স্মার্টফোনের স্ত্রিনে।বারবার স্ক্রিন পরিবর্তন না করে ঘরেই পরিষ্কার করতে পারবেন স্ক্র্যাচগুলো।ফোনের স্ক্রিনে থাকা স্ক্র্যাচ খুব সহজেই কয়েকটি উপায়ে দূর করতে পারবেন।

প্রথমেগুগলে সার্চ করুন নিজের ফোনের মডেল।কী কী উপাদান ব্যবহার করতে পারবেন না  জেনে নিন । স্ক্র্যাচ দূর করার সময় ওই উপাদানগুলো ব্যবহার এড়িয়ে যেতে পারবেন।

জেনে নেওয়া যাক কীভাবে ঘরোয়া উপায়ে ফোনের স্ক্র্যাচ দূর করবেন –

টুথপেস্ট – টুথপেস্টের মাধ্যমে আপনার ফোনের স্ক্র্যাচ দূর করতে পারেন। সেক্ষেত্রে যে কোনো টুথপেস্ট নিয়ে কাপড়ে লাগিয়ে সেটা দিয়ে স্ক্র্যাচের জায়গায় ধীরে ধীরে কিছুক্ষণ ঘষুন। তাহলেই স্ক্র্যাচ উঠে যাবে।

বেকিং সোডা – বেকিং সোডা দাগ দূর করার অন্যতম কার্যকরী এক উপাদান। যা ব্যবহার করে কয়েক মুহূর্তে ফোনের স্ক্রিন থেকে স্ক্র্যাচ দূর করতে পারবেন। বেকিং সোডা এবং জল মিশিয়ে একটি পেস্ট তৈরি করে ফোনের স্ক্র্যাচের জায়গায় লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পর তা কাপড় দিয়ে মুছে দিন।

ম্যাজিক ইরেজার – ম্যাজিক ইরেজার ব্যবহার করে ফোনের স্ক্র্যাচ দূর করতে পারবেন। তবে খুব অল্প স্ক্র্যাচ হলে তবেই এটি কার্যকর হবে।

Join Telegram

Join Now