কান চলচ্চিত্র উৎসবে ক্লাসিক সেকশনে মনোনীত সত্যজিৎ রায়ের “প্রতিদ্বন্দ্বী”

সত্যজিৎ রায়ের ছবি "প্রতিদ্বন্দ্বী" এবছর কান চলচ্চিত্র উৎসবের ক্লাসিক সেকশনে প্রদর্শিত হতে চলেছে

সত্যজিৎ রায়ের ছবি “প্রতিদ্বন্দ্বী” এবছর কান চলচ্চিত্র উৎসবের ক্লাসিক সেকশনে প্রদর্শিত হতে চলেছে। ছবিটি প্রদর্শিত হবে ১৮ ই মে। “প্রতিদ্বন্দী” সত্যজিৎ রায়ের তৈরি কলকাতা ত্রয়ীর প্রথম ছবি। ১৯৭০ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটিতে ষাটের দশকে কলকাতা শহরের অস্থির সময়ের সূক্ষ্ম প্রতিচ্ছবি নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে। প্রিয়া ফিল্মসের কর্ণধার অরিজিৎ দত্ত জানান, প্রিয়া ফিল্মসের এই ছবির বেশি স্ক্রিনিং হয়নি।

 

কান ফিল্ম ফেস্টিভালের পক্ষ থেকে এই ছবি প্রদর্শনের খবর পেয়ে তাঁরা আনন্দিত। সত্যজিৎ রায়ের প্রতিদ্বন্দ্বি ছবিটি সংরক্ষণ করে পুণে ফিল্ম আর্কাইভ। রেস্ট্রোরেশনের পর এই প্রথম কোনও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সত্যজিৎ রায়ের “প্রতিদ্বন্দ্বী” সিনেমাটি প্রদর্শিত হতে চলেছে। ১৯৪৭ এর দেশভাগের পর কলকাতার পাশাপাশি, শরণার্থী সমস্যায় কলকাতা, আর তার সঙ্গে রয়েছে নকশালপন্থী আন্দোলন। নৈতিক স্খলন এবং অবক্ষয়ের উপাদানগুলোও তখন ক্রমান্বয়ে সমাজে প্রবেশ করছে।

 

এই সমাজ নানা রকম সমস্যায় জর্জরিত। বেকারত্বের জালায় জ্বলছে তরুণরা। অন্যদিকে তরুণ সমাজের একটা অংশ সমাজ পরিবর্তনের বিপ্লবে সক্রিয়ভাবে জড়িত। তবে যে শুধু তরুণ সমাজ এমনটা নয়, সমাজের সব শ্রেণীর সব বয়সের মানুষেরা এই পরিবর্তনে শামিল হয়েছে। সেই অস্থির সময়ের প্রতিনিধি হলেন এই ছবির নায়ক সিদ্ধার্থ চৌধুরী। মেডিকেল কলেজে দুই বছর পড়ার পর বাবার মৃত্যু বাধ্য করেছে তাঁকে পড়াশোনা ছেড়ে দিয়ে চাকরির সন্ধান করতে। একের পর এক ইন্টারভিউ দিয়েও জোটেনি চাকরি।

 

তৎকালীন সময়ের প্রতীক হিসেবে ধরা দিয়েছে উদভ্রান্ত, বিধ্বস্ত সিদ্ধার্থ। সেই চরিত্রে অভিনয় করেছেন ধৃতিমান চট্টোপাধ্যায়। সত্যজিৎ রায়ের জন্মবার্ষিকীতে বিশেষ শ্রদ্ধার্ঘ্য কান চলচ্চিত্র উৎসবের। কানস ক্লাসিক প্রোগ্রামে পুরনো ক্লাসিক ছবিগুলিকে সংরক্ষণ করার একটি বিশেষ বিভাগ তৈরি হয়েছে। সেখানেই দেখানো হবে সত্যজিৎ পরিচালিত ১৯৭০ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবি। মঙ্গলবার সকালে একটি ফেসবুক পোস্টের মাধ্যমে খবরটি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন প্রিয়া সিনেমার কর্ণধার তথা অভিনেতা অরিজিৎ দত্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *