লাল চোখে কাবু বাংলা

ভাইরাসঘটিত রোগ এটি।চোখের দিকে তাকালে কী রোগ হওয়ার কোনও আশঙ্কা নেই?

জয় বাংলা ঘরে ঘরে।জল পড়ছে অনবরত  চোখ লাল।Conjunctivitis  বেড়ে গেছে  ভীষণ রকম। ছোট থেকে বড়, সবাই আক্রান্ত হচ্ছেন।এই চোখের অসুখ  দ্রুত গতিতে ছড়াচ্ছে।চোখ ফুলে লাল, যন্ত্রণা,চোখ থেকে জল পড়া ক্রমাগত এই রোগের লক্ষণ। ‘জয় বাংলা’ হলে তার চোখের দিকে তাকালে তারও একই রোগ হতে পারে আদৌ কি এ কথা ঠিক?

 

চক্ষুরোগ বিশেষজ্ঞরা বলছেন,এই রোগ নিয়ে বিভ্রান্তিই রয়েছে বেশি।রোগীর চোখের দিকে না তাকান,ঘর থেকে বেরতে মানা,এমনকী  অন্য কারও চোখের দিকে না তাকানোর পরামর্শ দেওয়া হয়।আদৌ সত্যিই নয়।ভাইরাসঘটিত রোগ এটি।চোখের দিকে তাকালে রোগ হওয়ার কোনও আশঙ্কা নেই।

চোখে এইসব লক্ষণ দেখলেই সাবধান!​ – চোখ কটকট করে, চোখ দিয়ে জল পড়তে পারে,চোখ লাল হয়ে ফুলে যায়,জ্বালা করে,চোখ দিয়ে জল পড়তে পারে,ডিসচার্জ বেশি হলে দৃষ্টিও কিছুটা কমতে পারে,ঘুম থেকে ওঠার পর চোখের পাতা জুড়ে যেতে পারে। চোখে সামান্য ব্যথাও হতে পারে, আলোর দিকে তাকালে সমস্যা হতে পারে।

 

সাবধান থাকবেন কীভাবে ?

কখনওই বারবার চোখে হাত দেবেন না।বাচ্চাদের ক্ষেত্রে বিশেষভাবে পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখতে হবে। প্রয়োজন হলে কোনও টিস্যু দিয়ে চোখ মুছলে, সেটা ফেলে দিন। ওটা দ্বিতীয়বার ব্যবহার করবেন না। প্রকাশ্য স্থানে যাওয়ায় কোনও বিধিনিষেধ নেই,কিন্তু হলে না যাওয়াই ভাল। স্যুইমিং পুলে না যাওয়াই ভাল।পিচুটির জন্য মলম লাগিয়ে শুতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *