মুখের দাগ দূর করে ফিটকারি এবং গোলাপ জল
মুখের মরা চামড়াও সহজে দূর করে। যার কারণে মুখ পুষ্ট ও চকচকে দেখায়।
INTERNET:অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যে পরিপূর্ণ ফিটকিরি।তাই ত্বকের সংক্রমণ থেকে রক্ষা করতে সহায়তা করে ফিটকিরি ।ফিটকিরি ফেস মাস্ক মুখের দাগ, বলি,সূক্ষ্ম রেখা এবং মুখের অবাঞ্ছিত লোম থেকে মুক্তি দেয, মুখের মরা চামড়াও সহজে দূর করে। যার কারণে মুখ পুষ্ট ও চকচকে দেখায়।কিভাবে ফিটকিরি ফেস মাস্ক তৈরি করবেন।
প্রয়োজনীয় উপকরণ-
#আধা চা চামচ ফিটকিরি গুঁড়া
#গোলাপ জল
#প্রথমে একটি বাটি নিন।তারপর এতে আধা চা চামচ ফিটকিরি গুঁড়া ও গোলাপজল দিন।এরপর এই দুটি জিনিস ভালো করে মিশিয়ে পেস্ট তৈরি করুন।
এখন ফিটকিরি ফেস মাস্ক কিভাবে লাগাবেন?
প্রথমে হাতের তালুতে লাগান।তারপর ভালো করে মুখে লাগিয়ে হালকা হাতে ম্যাসাজ করুন।এরপর আধা ঘণ্টা এভাবে রেখে দিন।তারপর স্বাভাবিক জল দিয়ে মুখ ধুয়ে পরিষ্কার করে নিন।এর পরে, মুখে লোশন বা ক্রিম লাগাতে ভুলবেন না।
বি.দ্র:-মুখে কিছু লাগানোর আগে চিকিত্সকের পরামর্শ অবশ্যই নিন।