২৫ শতাংশ পর্যন্ত বাড়াতে চলেছে জিও-র রিচার্জের খরচ
Jio Bharat এবং Jio ফোন ব্যবহারকারীদের জন্য শুল্ক বাড়ানো হচ্ছে না।
রিলায়েন্স জিও প্রিপেইড ব্যবহারকারীদের ট্যারিফ প্ল্যান ২৫ শতাংশ পর্যন্ত বাড়াতে চলেছে বলে খবর।এয়ারটেল, ভোডাফোন-আইডিয়াও একই পথে হাঁটতে চলেছে।১২.৫ শতাংশ থেকে ২৫ শতাংশ পর্যন্ত বাড়াচ্ছে জিও তাদের প্রিপেইড প্ল্যানে।রিলায়েন্স জিওর নতুন ট্যারিফ প্ল্যান আগে ছিল ১৫৫ টাকা, এখন তা বাড়িয়ে ১৮৯ টাকা করা হয়েছে। ৩৯৯ টাকার মাসিক ট্যারিফের দাম বাড়িয়ে ৪৪৯ টাকা করা হয়েছে। ৩ মাসের প্ল্যানটি ৪৭৯ টাকা থেকে ১১৯৯ টাকার মধ্যে করা হয়েছে।
বার্ষিক প্ল্যান ১৫৫৯ টাকা থেকে এখন ১৮৯৯ টাকায় পাওয়া যাবে।২৯৯৯ টাকার বার্ষিক প্ল্যান ৩৫৯৯টাকায়। ১৫ টাকার ডেটা অ্যাড অন প্ল্যান ৬১ টাকা পর্যন্ত ছিল, তা বাড়িয়ে ১৯ থেকে ৬৯ টাকা করা হয়েছে।পোস্টপেইড ২৯৯ টাকার প্ল্যান ৩৪৯ টাকা করা হয়েছে। ৩৯৯ টাকার পোস্টপেইড প্ল্যান বাড়িয়ে ৪৪৯ টাকা করা হয়েছে।