সোডা না জল কোনটা বিজ্ঞানসম্মত?
মদের সঙ্গে সোডা না জল?
মদ্য পান শরীরের পক্ষে ক্ষতিকর জেনেও সুরা পানে আসক্তি অনেকেই।অল্প মদ্যপান করেন এমন মানুষ নেহাত কম নয়।ঠান্ডা পানীয়ের সঙ্গে,অনেকে সোডার সঙ্গে,অনেকে আবার জল দিয়েই মদ্যপান করতে ভালোবাসেন।মদের সঙ্গে কোনটা পান করা বিজ্ঞানসম্মত?
বিশেষজ্ঞরা বলছেনহুইস্কি কিংবা রাম সরাসরি পান করা অস্বস্তির।অনেকে আবার মদের সঙ্গে সোডা মিশিয়ে খেতে পছন্দ করেন।মদের সঙ্গে জল মিশিয়ে পান করাটাই ভালো বলছেন বিশেষজ্ঞরা । সোডা মিশিয়ে পান করলে পেটেরও নানাবিধ সমস্যা দেখা দিতে পারে।জলের সঙ্গে মিশিয়ে মদ পান করলে অনেক সমস্যা এড়ানো সম্ভব হয়।দুর্বল হাড়ের ব্যক্তিরা অ্যালকোহলের সঙ্গে সোডা মিশিয়ে পান করলে হাড় আরও দুর্বল হয়ে পড়ে।
##মদ্যপান স্বাস্থ্যের পক্ষে সব সময় ক্ষতিকারক।