আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

ব্যাঙ্কে নতুন আধার কার্ড করাতে এসে হুলুস্থুলু কান্ড

Published on: August 26, 2021
---Advertisement---

Join WhatsApp

Join Now

মালদাঃ- ব্যাঙ্কে নতুন আধার কার্ড করাতে এসে হুলুস্থুলু কান্ড। প্রচন্ড ভিড়ে অসুস্থ হয়ে পড়লেন বেশ কয়েকজন। বৃহস্পতিবার এমনই ঘটনা ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুর এস বি আই শাখায়। ভিড় দেখে ব্যাঙ্কের দরজা খোলেননি ব্যাঙ্ক কর্তৃপক্ষ। খবর পেয়ে ছুটে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গিয়েছে এদিন যাদের আধার কার্ড নেই এবং আধার কার্ড সংশোধন করা ২৬ আগষ্ট দিন ধার্য করে হরিশ্চন্দ্রপুর এস বি আই শাখা।

সকাল ১০ টা থেকে ২০০ ফর্ম ইসু করার কথা ছিল। কিন্তু সকাল থেকে গ্ৰাহকদের ভিড় জমতে শুরু করে। ভিড় বাড়তে থাকায় চরম বিশৃংখলা শুরু হয়ে যায়। যা দেখে ব্যাঙ্কের দরজা খোলেন নি ব্যাঙ্ক কতৃপক্ষ। ভিড়ের চাপে অসুস্থ হয়ে পড়েন অনেকেই। এখনও ব্যাঙ্কের সামনে মোতায়েন রয়েছে পুলিশ। আপাতত আধার কার্ডের ফর্ম দেওয়া বন্ধ রাখছে ব্যাঙ্ক কতৃপক্ষ। যদিও ব্যাঙ্ক মানেজার কুন্দন কুমারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছে এত ভিড় হবে ভাবতে পারেনি। তাই ব্যাঙ্কের দরজা তারা খোলেনি।

Join Telegram

Join Now