ভিন রাজ্য থেকে বাইক , ল্যাপটপ , মোবাইল উদ্ধার করলো পুলিশ
ভিন রাজ্য থেকে বাইক, ল্যাপটপ, মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল কোকওভেন থানার পুলিশ। মোট প্রায় ৩১টি মোবাইল, একটি ট্যাব, একটি ল্যাপটপ, দুটি বাইক উদ্ধার করা হয়েছে। এর মধ্যে সাতটি মোবাইল হারিয়ে গিয়েছিল।বাকি সব সামগ্রী চুরি যায়। এভাবে হারিয়ে যাওয়া এবং চুরি যাওয়া সামগ্রী ফিরে পেয়ে খুশি এই সব সামগ্রীর মালিকেরা।
বেশ কিছুদিন ধরে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কোকওভেন থানা এলাকায় মোবাইল ও বাইক চুরির ঘটনা ঘটছিল। পুলিশ তদন্তে নামে। কয়েকটি মোবাইল ট্রাক করে দেখা যায়, সেগুলি ওড়িশায় রয়েছে। উদ্ধার করে আনা হয় সেই মোবাইলগুলি। ঘটনায় জড়ি থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়। তাদের জেরা করে পর চুরি যাওয়া সামগ্রীগুলি উদ্ধার করে পুলিশ।
গত ২২ ডিসেম্বর দুর্গাপুর স্টেশন বাজারের একটি দোকান থেকে ল্যাপটপ, স্মার্টফোন, ফিচার ফোন চুরি যায়। এদিন সেই দোকানের মালিকের হাতে উদ্ধার করা সামগ্রী তুলে দেওয়া হয়। দোকান মালিক সুরেশ রজক বলেন, ”এত তাড়াতাড়ি সব ফিরে পাবো ভাবিনি। পুলিশ সত্যিই ভালো কাজ করেছে।