২০২৪ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা ১৬ ফেব্রুয়ারি,শেষ হবে ২৯ ফেব্রুয়ারি

প্রথম হয়েছে এককভাবে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র শুভ্রাংশু সরদার।

আগামী বছর উচ্চমাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ এগিয়ে আনা হয়েছে,পাল্টানো হয়েছে সময়ও।২০২৩ সালে ১৪ মার্চ উচ্চমাধ্যমিক শুরু হয়েছিল।তবে ২০২৪ সালে এক মাস এগিয়ে পরীক্ষা শুরু হতে চলেছে ১৬ ফেব্রুয়ারি,শেষ হবে ২৯ ফেব্রুয়ারি।পরীক্ষা শুরু হবে দুপুর ১২টায়,শেষ হবে দুপুর ৩.১৫ তে।২০২৩ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছেন শুভ্রাংশু সর্দার। তিনি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র। প্রাপ্ত নম্বর ৪৯৬। এবার প্রথম দশে রয়েছে ৮৭ জন।

উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে বুধবার বেলা ১২ টায়। ৫৭ দিনের মাথাতেই ফল প্রকাশ করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।এই বছর ৮ লক্ষ ৬০ হাজারেরও বেশি পড়ুয়া উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। পাশের হার ৮৯.২৫%।প্রথম দশের মেধাতালিকায় জায়গা করে নিয়েছে মোট ৮৭ জন পরীক্ষার্থী।মেধাতালিকায় সবচেয়ে পড়ুয়া জায়গা করে নিয়েছে হুগলি জেলা থেকে।

প্রথম: এ বছর প্রথম হয়েছে এককভাবে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র শুভ্রাংশু সরদার।

তার প্রাপ্ত নম্বর ৪৯৬।

দ্বিতীয়: ৪৯৫ নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছে দু জন। ১. সুষমা খান। বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ের ছাত্রী। ২. আবু সামা। রামকৃষ্ণপুর প্রমোদ দাশগুপ্তা মেমোরিয়াল হাইস্কুলের ছাত্র।

তৃতীয়: ৪৯৪ নম্বর পেয়ে তৃতীয় হয়েছে চার জন। ১. চন্দ্রবিন্দ মাইতি। তমলুক হ্যামিলটন হাইস্কুলের ছাত্র, পূর্ব মেদিনীপুর। ২. অনসূয়া সাহা। বালুরঘাট ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয়। দক্ষিণ দিনাজপুর। ৩. পিয়ালি দাস। কামাক্ষ্যাগুলি গার্লস হাইস্কুল, আলিপুরদুয়ার। ৪. শ্রেয়া মালিক। বালুরঘাট ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয়। দক্ষিণ দিনাজপুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *