আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

গ্রাম পঞ্চায়েতে সদস্য খুনের ঘটনায় আরো এক অভিযুক্তকে আদালতে পেশ করল পুলিশ

Published on: September 7, 2021
---Advertisement---

Join WhatsApp

Join Now

মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার করুন নুরুন গ্রামপঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য মুস্তাক শেখ এর খুনের ঘটনায় আরো এক অভিযুক্ত সমজাদ শেখকে কান্দি মহকুমা আদালতে পেশ করল বড়ঞা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে সামজাদ শেখ নামের ওই ব্যক্তি ভিন্ন একটি মামলায় জেল কাস্টডিতে ছিল ।

তবে পঞ্চায়েত সদস্য খুনের ঘটনায় সামাজাদ শেখের নাম আসতেই বড়ঞা থানার পুলিশ চোদ্দো দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে কান্দি মহকুমা আদালতে পেশ করলে কান্দি মহকুমা আদালতের বিচারপতি আট দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেন বলে কান্দি মহকুমা আদালতে সরকার পক্ষের আইনজীবী শুভ্র কুমার মিশ্র জানিয়েছেন।

Join Telegram

Join Now