১ লা জুলাই থেকে নিষিদ্ধ হচ্ছে প্লাস্টিক
এতদিন প্লাস্টিক বর্জনের কথা মুখেই বলে এসেছে সরকার। এবার কাজেও করে দেখানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র। আগামী ১ জুলাই থেকে সারা দেশ জুড়ে নিষিদ্ধ হতে চলেছে প্লাস্টিকের তৈরি চামচ থেকে শুরু করে গ্লাস সহ একাধিক সামগ্রী। এই তালিকায় থাকছে প্লাস্টিক নির্মিত পতাকাও।
কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে প্লাস্টিকের উত্পাদন থেকে শুরু করে ব্যবহার সব ক্ষেত্রেই জারি করছে নিষেধাজ্ঞা।৩০ জুনের পর থেকে প্লাস্টিক ব্যবহারে পুরোদমে রাশ টানা হবে। প্লাস্টিকের বহুল ব্যবহার পর্যবেক্ষণ করে ২০২১ সালে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী এই বিষয়ে নিষেধাজ্ঞা জারি করে। তাতেই ১ জুলাই থেকে প্লাস্টিক যাবতীয় পন্য ব্যান করার সিদ্ধান্তর কথা জানানো হয়। ৩০ জুনের মধ্যে এই সংক্রান্ত সবরকম কাজ সেরে নেওয়া হবে।
১ জুলাই থেকে নিষেধাজ্ঞা জারি হচ্ছে প্লাস্টিক স্টিক, প্লাস্টিক থেকে তৈরি ক্যান্ডি স্টিক, প্লাস্টিকের পতাকা, আইসক্রিম স্টিক, সাজসজ্জার জন্য প্লাস্টিক থেকে তৈরি সামগ্রী, প্লাস্টিকের কাপ, প্লেট, চামক, ছুড়ি, স্ট্র, মিষ্টির প্যাকেটে গায়ে আটকানো প্লাস্টিক সহ একাধিক জিনিসে। ১০০ মাইক্রোনের কম পুরু যাবতীয় প্লাস্টিক সামগ্রীতে এই নিষেধাজ্ঞা জারি করা হবে।
নিষেধাজ্ঞা অমান্য করলে হবে কড়া শাস্তি। প্লাস্টিক উত্পাদকের ব্যাবসা সিজ করা থেকে পরিবেশ দূষণে ইন্ধন জোগানোর জন্য জরিমানা এমনকি কারাদন্ড পর্যন্ত হতে পারে। প্লাস্টিক এমন একটি বস্তু যা সহজে নষ্ট হয় না। আবার গলে গিয়ে পরিবেশে ভারসাম্য বজায়ও রাখে না। বরং জল ও মাটির সঙ্গে থেকে দূষণ বৃদ্ধি করে।
তাই কেন্দ্রীয় মন্ত্রক থেকে প্লাস্টিক উত্পাদনকারী, ব্যবসায়ী, ই-কমার্স কোম্পানি, স্ট্রিট ভেন্ডর, শপিং মল, সিনেমা হল, ভ্রমণ স্থান, স্কুল, কলেজ অফিস সর্বত্র প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ করার আদেশ দিয়েছে। পুরনো যা মজুত রয়েছে তা ৩০ জুনের মধ্যে শেষ করতে হবে। তারপর আর প্লাস্টিক উত্পাদন বা ব্যবহার করা যাবে না।