নক আউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন
আমরা ক'জন ক্লাবের পরিচালনায় আজ ১৬ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হলো
আমরা ক’জন ক্লাবের পরিচালনায় আজ ১৬ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হলো। রায়না ঈশানী কালী তলার ফুটবল মাঠে এই খেলাটি অনুষ্ঠিত হলো। বিগত চার বছর ধরে চলছে এই খেলা। প্রায় মাস দুয়েক ধরে এই ফুটবল টুর্নামেন্ট টি চলছে।
আজই ছিল ফাইনাল খেলা। নতুর সঙ্গে জৌগ্রাম সেভেন স্টারের মধ্যে আজকের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে জয়ী দলের হতে ১৬০০০ টাকা এবং ট্রফি পুরস্কার সুযোগ তুলে দেওয়ার পাশাপাশি বিজিত দলের হাতে বারো হাজার টাকা এবং ট্রফি দেওয়া হয়। এছাড়াও ম্যান অব দ্যা ম্যাচ বেস্ট গোলকিপার, ম্যান অফ দ্যা সিরিজ,বেস্ট গোলকিপার
সহ ভালো প্লেয়ারদের জন্য থাকছে আলাদা আলাদা পুরস্কার। এমনটাই জানালেন আমরা সবাই ক্লাবের সদস্য শেখ সাবীর আলী। আজকের ফুটবল টুর্নামেন্টে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চায়েতের প্রধান উপপ্রধান,সভাপতি, সহ সভাপতি,সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।