ভালবাসা-প্রেম-স্নেহ-আদর অনেক কিছুই দিয়েছে

ওঁর সব শোক আমার হোক, পরিবর্তে আমার আনন্দ হোক ওর… এর চেয়ে বেশি আমার চাহিদা নেই।

INTERNET – দিলীপ কুমার-সায়রাবানু আমার আদর্শ।দীপঙ্করের জীবনে সায়রা বানু হয়ে থাকতে চাই ।সায়রা বানু  দিলীপ কুমারকে ৯৮ পর্যন্ত বাঁচিয়ে রেখেছিলেন আমিও সেটাই চাই।  আমি চাই মানুষটা সুস্থভাবে থাকুক।ওঁর সব দায়িত্ব আমার। দোলন বলেন, “মানুষটা আমাকে জীবনে অনেক কিছুই দিয়েছে। ভালবাসা-প্রেম-স্নেহ-আদর। বয়সে বড় হওয়ার কারণে শাসনও করেছেন। আমি সবটাই সাদরে গ্রহণ করেছি। যত গ্রহণ করেছি, একে-অপরের কাছে ততই ঋণি হয়েছি।

আমিই দীপঙ্করের সায়রাবানু: বাবার বয়সি এক ব্যক্তিকে দুই দশকেরও বেশি সময় ধরে ভালবেসেছেন দোলন রায়। বিয়েও করেছেন।সম্পর্কের কথা বাড়িতে জানতেই বাবা-মা দু’জনেই চিত্‍কার করে উঠেছিলেন।দীপঙ্করও নিজেকে প্রমাণ করেছেন তিনিই আমার আদর্শ স্বামী।দীপঙ্করের। দুই কন্যা সন্তানও আছে। ঘটনাচক্রে সেই দুই কন্যাই দোলনের চেয়ে বয়সে বড়।অ্যাঙ্গলো-ইন্ডিয়ান মহিলাকে প্রথমজীবনে ভালবেসে বিয়ে করেছিলেন দীপঙ্কর।দীপঙ্করের সঙ্গে তাঁর ছাড়াছাড়ির অনেকগুলি বছর পর আমি ওঁর জীবনে আসি। ফলে আমাকে নিয়ে তাঁর কোনও সমস্যাই নেই।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *