নৈহাটির বড় মায়ের পুজো সংক্রান্ত বিস্তারিত জানুন
কখন পুজো, কিভাবে দেবেন, কখন দেখা পাবেন, বিস্তারিত রইল
দেশের গণ্ডি ছাড়িয়ে পাড়ি দিয়েছে বিদেশেও বড়মা’র খ্যাতি। লাখ লাখ ভক্ত নৈহাটির বড়মা’কে দেখতে ভিড় জমান ।বড়মার কাছে কিছু মানত করলে মা তাঁকে খালি হাতে ফেরান না।কালীপুজোর দিন বড় মা’র মন্দির চত্ত্বরে কার্যত মানুষের ঢল নামে।নৈহাটির বড়মা’কে দেখতে এমনিতে সারা বছর ভিড় লেগে থাকলেও কালীপুজোর দিনে মানুষের ঢল নামে।বড়মা অলৌকিক মাহাত্ম্যর কাহিনী নৈহাটির আকাশ-বাতাস জুড়ে ভেসে বেড়ায়।
বড়মার পুজো ১০০ বছর পেরিয়েছে।কোন সময়ে গেলে পুজো দিতে পারবেন?সঠিক কোন সময় মা-কে দর্শন?অঞ্জলি,ভোগ বিরতণের সময়ই বা কখন?খুঁটিনাটি জেনে নিন।
৩১শে অক্টোবর রাতেই বড়মার পুজো অনুষ্ঠিত হবে।আগামীকাল দীপাবলি।দুপুর ৩টে বেজে ৯মিনিটে শুরু অমাবস্যা।শুক্রবার সন্ধ্যা ৫টা বেজে ৯মিনিটে শেষ।মানতের পুজো নেওয়া হচ্ছে ২৪ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত।মন্দিরের দরজা ৩০অক্টোবর থেকে আগামী ৪ নভেম্বর পর্যন্ত সাধারণের জন্য বন্ধ থাকবে।বৃহস্পতিবার রাত ১১ টায় পুজো শুরু,রাত্রি ১টায় পুষ্পাঞ্জলি শেষে ভোগ প্রসাদ বিতরণ।৪ নভেম্বর বিকেল ৪টায় প্রতিমার নিরঞ্জন করা হবে।১০০ ভরি সোনা ও রুপোর গয়নায় সেজে উঠবেন মা।
অনলাইনে পুজো দেওয়ার প্রক্রিয়াও চালু রয়েছে।অনলাইনের মাধ্যমে বড় মায়ের কাছে পুজো দিতে পারেন। নিচের দেওয়া ফোন নাম্বার এবং whatsapp নাম্বারে ফোন বা এসএমএস করে ডিটেলস জানতে পারেন। বড়মার অফিসের ফোন নম্বর ০৩৩ ২৫৮১-৫৬৭৭,হোয়াটসঅ্যাপ করতে পারেন ৮২৪০৮২০০০৩ নম্বরে Joy Boro Maa Apps এর মাধ্যমেও ভক্তরা পুজো দিতে পারবেন।
কীভাবে যাবেন –
ট্রেনে চেপে নেমে পড়ুন নৈহাটি স্টেশন, নেমে এক নম্বর প্যাটফর্ম থেকে বেরিয়ে মাত্র ৪ মিনিটের হাঁটা পথে পৌঁছে যান বড়মা’র মন্দিরে।ব্যান্ডেল নেমে ট্রেনে চেপে চলে আসুন নৈহাটি।সরাসরি চুঁচুড়া থেকে ফেরি ঘাট পেরিয়ে সরাসরি হেঁটে আসতে পারেন বড় মা’র পুজো দেখতে।