বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

কুড়ুল দিয়ে সারমেয়কে হত্যা , গ্রেফতার যুবক

Published on: September 17, 2021
---Advertisement---

Join WhatsApp

Join Now

নৃশংস। কুড়ুল দিয়ে সারমেয়কে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে সোনারপুরের এক যুবকের বিরুদ্ধে। ইতিমধ্যেই পশুহত্যা বিরোধী আইনে তাকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে যুবকের বাড়ি সোনারপুর থানার অন্তর্গত চৌহাটি এলাকায়। ধৃত যুবকের নাম বিষ্ণু দে। নিহত সারমেয়র মালিকের নাম জ্যোত্‍স্না মিত্র।তিনিই পুলিশের কাছে বিষ্ণুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

ঘটনাটি ঘটে প্রায় এক সপ্তাহ আগে। গত ১১ সেপ্টেম্বর জ্যোত্‍স্না মিত্রর পোষ্য কুকুরকে কুড়ুল দিয়ে পিটিয়ে খুন করে বিষ্ণু। পুলিশ জানিয়েছে, জ্যোত্‍স্নাদেবীর প্রতিবেশী বিষ্ণু দে’র বেশ কয়েকটি গবাদি পশু আছে। ৩ তারিখ জ্যোত্‍স্নাদেবী তাঁর কুকুরকে নিয়ে ঘুরতে বেরলে আচমকাই কুকুরটি বিষ্ণুর ছাগলকে কামড়ে দেয় বলে অভিযোগ। এরপরই প্রতিহিংসাবশত পোষ্যটিকে কুড়ুল দিয়ে পিটিয়ে মারে বিষ্ণু।

সারমেয়কে খুনের ঘটনার খবর পৌঁছে যায় পশুপ্রেমীদের কাছে। কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গান্ধীর দপ্তরেও জানানো হয় ঘটনাটি। এরপর ১১ তারিখ থানায় অভিযোগ জানানো হয়। অবশেষে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। বিষ্ণুর কড়া শাস্তি দাবি করেছেন পশুপ্রেমীরা।

Join Telegram

Join Now